আগে আইপিএলে এই ছবি দেখা যায়নি। সাধারণত বিশ্বকাপের আগে ট্রফি ট্যুর হয়। এ বার সেই কাজ করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। নতুন উদ্যোগ নিয়েছে তারা। আগামী মরসুমের আগে দেশের ন’টি শহরে ট্রফি নিয়ে ঘুরবে গত বারের আইপিএল জয়ী দল।
নিজেদের উদ্যোগের কথা জানিয়েছে কলকাতার দল। ১৪ ফেব্রুয়ারি শুরু হবে ট্রফি ট্যুর। শেষ হবে ১৬ মার্চ। ২১ মার্চ থেকে শুরু আইপিএল। অসমের গুয়াহাটিতে প্রথমে যাবে আইপিএল ট্রফি। তার পরে ওড়িশার ভুবনেশ্বর, ঝাড়খণ্ডের জামশেদপুর ও রাঁচী, সিকিমের গ্যাংটক, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, বিহারের পটনা, পশ্চিমবঙ্গের দুর্গাপুর হয়ে কলকাতায় শেষ হবে ট্রফি ট্যুর।
আরও পড়ুন:
কেকেআর জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি গুয়াহাটি, ১৬ ফেব্রুয়ারি ভুবনেশ্বর, ২১ ফেব্রুয়ারি জামশেদপুর, ২৩ ফেব্রুয়ারি রাঁচী, ২৮ ফেব্রুয়ারি গ্যাংটক, ২ মার্চ শিলিগুড়ি, ৭ মার্চ পটনা, ৯ মার্চ দুর্গাপুর, ১২ ও ১৬ মার্চ কলকাতায় রাখা থাকবে আইপিএল ট্রফি। সেখানে সমর্থকেরা গিয়ে ট্রফি দেখতে পারবেন। পাশাপাশি সমর্থকদের জন্য নানা রকম খেলার ব্যবস্থা থাকবে। জিততে পারলে পুরস্কারও দেওয়া হবে। ট্রফির সঙ্গে কেকেআরের ক্রিকেটারেরা যাবেন কি না তা অবশ্য এখনও জানানো হয়নি।
গত বার আইপিএল জিতেছে কেকেআর। তৃতীয় বারের জন্য এই ট্রফি জিতেছে তারা। এ বার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে খেলতে নামবে তারা। তবে এ বার কেকেআরের দলে কয়েকটি বদল হয়েছে। আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়স আয়ার এ বার নেই। অর্থাৎ, এ বার নতুন অধিনায়ক ঘোষণা হবে তাদের।