Advertisement
E-Paper

কোচের সামনেই ভাঙল কোচের রেকর্ড, ১৬ বছর পর বাঁহাতি ওপেনারের দাপট ভারতীয় দলে

ভারতীয়দের মধ্যে এক বছরে সবচেয়ে বেশি রান করা বাঁহাতি ওপেনার ছিলেন গম্ভীর। তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন যশস্বী জয়সওয়াল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৪:৫০
Yashasvi Jaiswal

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

সাজঘরে বসে গৌতম গম্ভীর দেখলেন তাঁর গড়া রেকর্ড ১৬ বছর ভেঙে গেল। ভারতীয়দের মধ্যে এক বছর সবচেয়ে বেশি রান করা বাঁহাতি ব্যাটার ছিলেন গম্ভীর। তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন যশস্বী জয়সওয়াল।

২০০৮ সালে গম্ভীর ১১৩৪ রান করেছিলেন। তাঁর গড় ছিল ৭০.৬৭। সেই বছর গম্ভীর ছ’টি অর্ধশতরান এবং তিনটি শতরান করেছিলেন। যশস্বী এই বছর সেই রান টপকে গিয়েছেন। তবে তাঁর গড় ৫৫.২৮। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্‌থ টেস্টে প্রথম ইনিংসে কোনও রান করতে পারেননি তিনি। শনিবার অর্ধশতরান করেন যশস্বী। এই প্রতিবেদন লেখার সময় তিনি ১৫৬ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন।

এখন ভারতীয় দলের কোচ গম্ভীর। তিনি ২০০৮ সালে ভেঙেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড। ২০০৭ সালে সৌরভ ১১০৬ রান করেছিলেন। সেই রেকর্ড পরের বছর ভেঙে দেন গম্ভীর। সৌরভ টেস্টে ওপেন না করলেও এক দিনের ক্রিকেটে করতেন। গম্ভীর আবার সব ধরনের ক্রিকেটেই ওপেন করেছেন।

২২ বছরের যশস্বী টেস্টে ভারতের হয়ে যথেষ্ট ভাল খেলছেন। পার্‌থ টেস্ট বাদ দিয়ে ইতিমধ্যেই ১৪ ম্যাচে ১৪০৭ রান করে ফেলেছেন। তাঁর করা তিনটি শতরানের মধ্যে দু’টি দ্বিশতরান। আটটি অর্ধশতরানও করেছেন তিনি। যশস্বীর গড় ৫৬.২৮। এই বছর ফর্মে রয়েছেন তিনি। টেস্টে এই বছর ১৩৩৮ রান করেছেন জো রুট। ইংরেজ ব্যাটারের পরেই রয়েছেন যশস্বী।

Team India Yashasvi Jaiswal Gautam Gambhir Left hand
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy