ঘরোয়া ক্রিকেটে ভাল খেললেও দীর্ঘ দিন জাতীয় দলে সুযোগ পান না যুজবেন্দ্র চহল। তার জন্য অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে কোনও দিন দায়ী করেননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-বাংলাদেশ ম্যাচ চলাকালীন একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন চহল। সেখানে কী বলতে চেয়েছেন ভারতীয় স্পিনার?
ইন্সটাগ্রামে চহল লেখেন, “ঈশ্বর আমাকে কত বার রক্ষা করেছেন তা আমি গুণে শেষ করতে পারব না। আমি শুধু ভাবি, অজান্তে কত বার ঈশ্বর আমাকে রক্ষা করেছেন। সবসময় সহায় হওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।” চহল কেন এই কথা লিখেছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তিনি কি কেরিয়ারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন? নাকি ব্যক্তিগত জীবনের জন্য? তার কোনও ব্যাখ্যা দেননি ভারতীয় স্পিনার।
আরও পড়ুন:
২০২৪ সালের ৫ ডিসেম্বর শেষ বার খেলেছেন চহল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানার হয়ে খেলেছেন তিনি। সামনে আইপিএল। এ বারের নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। নিলামে ১৮ কোটি টাকায় চহলকে কিনেছে পঞ্জাব কিংস। অর্থাৎ, আইপিএলে ধারাবাহিক ভাবে খেলার সুযোগ পাবেন তিনি।
চহলের ব্যক্তিগত জীবন নিয়েও জল্পনা হচ্ছে। ২০২০ সালে ধনশ্রী বর্মার সঙ্গে বিয়ে হয় তাঁর। তিন বছর পরে সমস্যার খবর পাওয়া যায়। সমাজমাধ্যমে একে অপরকে আনফলো করেন তাঁরা। দু’জনে একসঙ্গে থাকেন না বলে শোনা গিয়েছে। এ-ও শোনা গিয়েছে, বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তাঁরা। যদিও এই বিষয়ে চহল বা ধনশ্রী এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি।