কেবল চার মেরেই চার হাজার রান। টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইল ফলক স্পর্শ করলেন শিখর ধবন। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এক হাজারটি চার মারার মাইল ফলক ছুঁলেন তিনি। বিশ্ব ক্রিকেটে তাঁর আগে এমন কৃতিত্ব দেখিয়েছেন আরও চার জন ব্যাটার।
টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজারটি চার মারার কৃতিত্ব দেখালেন ধবন। ৩০৭টি কুড়ি ওভারের ম্যাচ খেলে নতুন এই মাইল ফলক স্পর্শ করলেন বাঁ হাতি ওপেনিং ব্যাটার। শুক্রবার আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে এক হাজারতম চারটি মারেন পঞ্জাব কিংসের ধবন। গুজরাত ম্যাচের আগে টি-টোয়ন্টি ক্রিকেটে ধবনের চারের সংখ্যা ছিল ৯৯৭টি। শুক্রবার ৩০ বলে ৩৫ রানের ইনিংসে ৪টি চার মারেন তিনি।