Advertisement
০২ মে ২০২৪
IPL 2023

৩ ক্রিকেটার: শ্রেয়সের পরিবর্ত আইপিএলে নেতৃত্ব দিতে পারেন কলকাতা নাইট রাইডার্সকে

কেকেআরের অধিনায়ক শ্রেয়স আয়ারের চোট। তিনি খেলতে না পারলে কলকাতাকে নেতৃত্ব দেবেন কে? আনন্দবাজার অনলাইন বেছে নিল তিন ক্রিকেটারকে যাঁরা দলকে নেতৃত্ব দিতে পারেন।

Kolkata Knight Riders team with Shreyas Iyer

শ্রেয়স আয়ার খেলতে না পারলে অন্য কাউকে অধিনায়ক করতে হবে কেকেআর-কে। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১৭:১১
Share: Save:

শ্রেয়স আয়ারের চোট কত দিনে সারবে, এখনও স্পষ্ট নয়। আমদাবাদ টেস্ট শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছেন যে, তিনি জানেন না শ্রেয়স কবে সুস্থ হবেন। ফলে আইপিএলে তাঁকে কলকাতা নাইট রাইডার্স কবে থেকে পাবে সেটা বলা মুশকিল। কেকেআরের অধিনায়ক শ্রেয়স। তিনি খেলতে না পারলে কলকাতাকে নেতৃত্ব দেবেন কে? আনন্দবাজার অনলাইন বেছে নিল তিন ক্রিকেটারকে যাঁরা শ্রেয়সের অবর্তমানে দলকে নেতৃত্ব দিতে পারেন।

আন্দ্রে রাসেল: কলকাতা দলে বহু দিন ধরে রয়েছেন রাসেল। তাঁর অভিজ্ঞতাও রয়েছে। ব্যাটে এবং বল কলকাতার বড় ভরসা তিনি। আইপিএলে ৯৮টি ম্যাচ খেলেছেন। ২০৩৫ রান করেছেন, সঙ্গে রয়েছে ৮৯টি উইকেট। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারের উপর দায়িত্ব দিতেই পারে কলকাতা। তরুণ ক্রিকেটারদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা তাঁর রয়েছে। রাসেলের মতো সিনিয়র ক্রিকেটারকে তরুণরা মেনেও চলবেন। সেই কারণে রাসেলের উপর দায়িত্ব দিলে খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কলকাতার।

নীতীশ রানা: কেকেআর দলে সহ-অধিনায়কের দায়িত্ব অনেক সময় সামলেছেন নীতীশ। ঘরোয়া ক্রিকেটে দিল্লি দলকে নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ অধিনায়কের দায়িত্ব কাঁধে নেওয়ার অভ্যাস রয়েছে তাঁর। রাসেলের মতো নীতীশও অলরাউন্ডার। যদিও খুব বেশি বল করতে দেখা যায় না তাঁকে। আইপিএলে ৯১টি ম্যাচ খেলেছেন নীতীশ। ২১৮১ রান করেছেন। ১৫টি অর্ধশতরান রয়েছে তাঁর। খুব বেশি বল না করলেও সাতটি উইকেট রয়েছে। দলের ব্যাটিং বিভাগের অন্যতম ভরসা নীতীশ। দলের দায়িত্বও তাঁর কাঁধে দেওয়া হতে পারে। যদিও রাসেল, সুনীল নারাইনের মতো বিদেশি ক্রিকেটারদের সামলানোর দায়িত্ব মাত্র তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা নীতীশকে দেওয়া হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

টিম সাউদি: সাদা বলের ক্রিকেটে নিউ জ়িল্যান্ড দলের অধিনায়ক সাউদি। আন্তর্জাতিক দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইপিএল খেলার জন্য তাঁর দেশের বোর্ড আগে ছেড়ে দিতে পারে সাউদিদের। সে ক্ষেত্রে প্রথম থেকেই সাউদিকে পাবে কেকেআর। শ্রেয়স আইপিএলের প্রথম দিকে খেলতে না পারলে তিনি নেতৃত্ব দিতে পারেন। প্যাট কামিন্স না থাকায় বিদেশি পেসার হিসাবে সাউদির দলে জায়গা পাওয়া প্রায় পাকা। তাই সাউদিকে অধিনায়ক করতেই পারে কেকেআর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE