এক ওভারে ছয় ছক্কার উদাহরণ ক্রিকেটে বেশ কিছু রয়েছে। তাই বলে টানা পাঁচ বলে ৫ উইকেট! এমনই বিশ্বরেকর্ড গড়ে ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিলেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার। পেশাদার ক্রিকেটে এমন ঘটনা এই প্রথম ঘটল।
আয়ারল্যান্ডের আন্তঃপ্রাদেশিক টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচ বলে ৫ উইকেট নিয়েছেন ক্যাম্পার। বৃহস্পতিবার ডাবলিনে মুখোমুখি হয়েছিল মুনস্টার রেডস এবং নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্স। ক্যাম্পার মুনস্টারের হয়ে এই কীর্তি গড়েছেন। ২৬ বছরের অলরাউন্ডার নিজের দ্বিতীয় এবং তৃতীয় ওভার মিলিয়ে এই রেকর্ড গড়েছেন। মুনস্টার অধিনায়ক ম্যাচে ২.৩ ওভার বল করে ১৬ রানে ৫ উইকেট নিয়েছেন। ১৮৯ রান তাড়া করতে নেমে এক সময় নর্থ-ওয়েস্টের রান ছিল ৫ উইকেটে ৮৭। সেখান থেকে ক্যাম্পারের দাপটে ৮৮ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ক্যাম্পার নিজের দ্বিতীয় ওভারের শেষ দুই বলে ২টি উইকেট নেন। এর পর তৃতীয় ওভারের প্রথম তিন বলেই সাজঘরে ফিরিয়ে দেন প্রতিপক্ষ দলের শেষ তিন ব্যাটারকে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও টানা চার বলে ৪টি উইকেট নেওয়ার নজির রয়েছে ক্যাম্পারের। আয়ারল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত সাতটি টেস্ট, ৪৩টি এক দিনের ম্যাচ এবং ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ক্যাম্পার। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আইরিশ অলরাউন্ডারের।