গুরুত্বপূর্ণ ওভাল টেস্টে পাওয়া যাচ্ছে না জসপ্রীত বুমরাহকে। খেলার মতো যথেষ্ট ফিট নন তিনি। বৃহস্পতিবারই বুমরাহের না খেলার কারণ জানিয়েছেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। দল যে সমস্যায় পড়ছে, তা-ও বুঝিয়ে দিয়েছেন। বুমরাহের ফিটনেস সমস্যা নতুন করে ভাবতে বাধ্য করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তাদেরও। দল নির্বাচনের আগেই বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে।
ইংল্যান্ড সফরের শুরুতেই শোনা গিয়েছিল, বুমরাহ তিনটের বেশি টেস্ট খেলতে পারবেন না। জোরে বোলারের চাপ কমাতে এমনই পরামর্শ দিয়েছিলেন বিসিসিআইয়ের চিকিৎসকেরা। ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পঞ্চম টেস্টে বুমরাহকে না পেয়ে ভারতীয় শিবির কিছুটা হতাশ। বোঝা গিয়েছে দুশখাতের কথায়।
ওভালে কেন খেলছেন না বুমরাহ? এই প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার দুশখাতে বলেছেন, ‘‘বুমরাহের সমস্যা বেশ জটিল। আমরা ওকে খেলাতেই চাই। কিন্তু ওর শরীরের অবস্থাকেও গুরুত্ব দিতে হচ্ছে। বুমরাহের শারীরিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের মনে হয়েছে, ওভালের প্রথম একাদশে রাখা ঠিক হবে না।’’ দুশখাতে আরও বলেছেন, ‘‘এই সিরিজ়ে বুমরাহকে প্রচুর বল করতে হয়েছে। মনে হতে পারে ও মাত্র তিনটে টেস্ট খেলেছে। তার উপর ম্যাঞ্চেস্টারে একটা ইনিংসে বল করেছে। কিন্তু ভাল ভাবে দেখলে বোঝা যাবে, অনেক ওভার বল করতে হয়েছে বুমরাহকে। তা ছাড়া সিরিজ়ের আগেই বুমরাহ জানিয়েছিল, ও তিনটে টেস্ট খেলতে পারবে। আমরা ওর এই সিদ্ধান্তকে সম্মান করেছি। কোন তিনটে টেস্ট খেলবে, সেটা বুমরাহ আমাদের উপরেই ছেড়ে দিয়েছিল। আমরা সেইমতো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি। তবে এটা খুব একটা আদর্শ পরিস্থিতি নয়। বুমরাহকে নিয়ে এই জটিল সমস্যার সমাধান প্রয়োজন। যারা খেলার সুযোগ পাচ্ছে না তাদের দিকেও মনোযোগ দেওয়া দরকার। প্রায় ১৮ জন ক্রিকেটার দলে থাকছে।’’
বুমরাহ খেলতে পারবেন কি না, তা বুঝতে ভারতীয় শিবিরকে অপেক্ষা করতে হচ্ছে ম্যাচের দিন সকাল পর্যন্ত। প্রতি ম্যাচেই এই সমস্যা হচ্ছে। ফলে পরিকল্পনা করতে সমস্যায় পড়ছেন গৌতম গম্ভীরেরা। বুমরাহের খেলা বা না-খেলার উপর অনেক কিছু নির্ভর করে। বুমরাহ খেলার মতো অবস্থায় থাকলে, তাঁর বিকল্প নেই ভারতীয় দলে। দুশখাতের কথাতেও এই সমস্যার ইঙ্গিত পাওয়া গিয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুমরাহ খেলতে পারবেন কি না, তাঁর উপর কতটা চাপ দেওয়া যাবে— এই বিষয়গুলো ভারতীয় দলের হাতে নেই। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘এক জন ক্রিকেটারের উপর কতটা চাপ দেওয়া যাবে, তা ঠিক করেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচেরা। ভারতীয় দলের প্রত্যেক সদস্যের জন্য নির্দিষ্ট মাপকাঠি রয়েছে। তবে বুমরাহের বিষয়টি তাঁদের হাতে নেই। ওর দেখভাল করেন বোর্ডের চিকিৎসকেরা। সব কিছু খতিয়ে দেখে তাঁরা সিদ্ধান্ত নেন।’’
চিকিৎসকদের পরামর্শমতো চলতে হয় ভারতীয় দলকে। চিকিৎসকেরা বুমরাহকে নিয়ে সামান্যতম ঝুঁকি নেওয়ার পক্ষপাতী নন। ফলে অনেক ক্ষেত্রে বিপাকে পড়তে হচ্ছে গম্ভীরদের। বিষয়টি অজানা নয় বিসিসিআই কর্তাদেরও। সমস্যার সমাধানে দল নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। এ বার থেকে পুরো সিরিজ় বা প্রতিযোগিতা খেলার মতো জায়গায় থাকলে তবেই বুমরাহের কথা বিবেচনা করা হতে পারে। সব ম্যাচ খেলার মতো ফিটনেস না থাকলে, ভবিষ্যতে তাঁকে হয়তো দলেই রাখা হবে না। তাতে পরিকল্পনা করতে সুবিধা হবে কোচদের। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার সমস্যা থাকবে না।
টানা টেস্ট ম্যাচ খেলার ধকল নিতে পারছেন না বুমরাহ। একটা টেস্ট ম্যাচের পর পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন হচ্ছে বিশ্বের অন্যতম সেরা জোরে বোলারের। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে বুমরাহ ১১৯.৪ ওভার বল করেছেন। অর্থাৎ তিনটে টেস্টে গড়ে প্রায় ৪০ ওভার বল করতে হয়েছে তাঁকে। উইকেট পেয়েছেন ১৪টা। দু’বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।
আশার কথা, আগামী প্রায় দু’বছর পাঁচ টেস্টের সিরিজ় নেই ভারতীয় দলের। এ বছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ় এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ় রয়েছে। তবু এ বার থেকে সম্ভবত দল নির্বাচনের আগে বোর্ডের চিকিৎসকেরা বুমরাহকে নিয়ে তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তাঁদের রিপোর্ট দেখে নির্বাচকেরা সিদ্ধান্ত নেবেন। পুরো সিরিজ় বা প্রতিযোগিতা খেলার মতো ফিট থাকলেই সম্ভবত তাঁর কথা ভাবা হবে। কারণ বোর্ড কর্তারাও চাইছেন না সিরিজ় বা প্রতিযোগিতার মধ্যে বুমরাহকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকুক ভারতীয় শিবির।
গত অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে বল করার সময় পিঠে নতুন করে চোট পেয়েছিলেন বুমরাহ। সিডনি টেস্টের দ্বিতীয় দিন সকালে মাঠ ছাড়তে হয় তাঁকে। মাঠ থেকে হাসপাতালে নিয়ে যেতে হয়। পিঠের চোটের জন্য খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফি। আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচেও বুমরাহকে পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। সেই চোটই ভোগাচ্ছে বুমরাহকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরাহের তিনটি টেস্ট খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। দ্বিতীয় টেস্টের আগে আট দিন বিশ্রাম ছিল। তবু দ্বিতীয় টেস্টে খেলানো যায়নি বুমরাহকে। প্রশ্ন উঠেছে, পুরো ফিট নন এমন একজনকে কেন দলে রাখা হয়েছে? ইংল্যান্ড সিরিজ়ের পর লম্বা বিশ্রামের সুযোগ রয়েছে। তা হলে কেন সিরিজ়ের মাঝেই এত বিশ্রাম প্রয়োজন? এই প্রশ্নও তুলেছেন প্রাক্তনেরা।
সিরিজ়ে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতীয় দল নির্ণায়ক পঞ্চম টেস্টে বুমরাহহীন। ভারতীয় শিবিরের অসন্তোষ-সমস্যা, প্রাক্তনদের প্রশ্ন— সব মিলিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন বোর্ড কর্তারাও।