টি২০ বিশ্বকাপের ফাইনালে হেরে সাংবাদিক বৈঠকে সবে এসেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। আরও একটি ফাইনাল হেরে বিধ্বস্ত কিউয়ি অধিনায়ক। তিনি কথা শুরু করার পরেই পাশের ঘরে শুরু হল উদ্দাম উল্লাস। পাশের ঘরটিই ছিল অস্ট্রেলিয়ার সাজঘর। সেখানে নাচ-গানে জয় উদ্যাপন করতে থাকেন ফিঞ্চরা। তার মধ্যেই সাংবাদিক বৈঠক সারতে হল উইলিয়ামসনকে।
বৈঠকের শুরুতেই উইলিয়ামসন বলেন, ‘‘ফাইনাল খেলতে পেরে গর্বিত। তবে জিততে পারলে অনেক বেশি ভাল লাগত। অস্ট্রেলিয়া দুর্দান্ত ক্রিকেট খেলেছে।’’ তিনি যখন এ কথা বলছেন তখন পাশের ঘরে চিৎকার আরও বাড়ছে। সে দিকে ইশারা করে হাসি মুখে কিউয়ি অধিনায়ক বলেন, ‘‘আপনারা শুনতেই পাচ্ছেন ওরা উল্লাস করছে। বিশ্বকাপ ওদের খুব ভাল গিয়েছে। দলে দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। ফাইনালে ওদের প্রত্যেকে নিজেদের অবদান রেখেছে।’’