Advertisement
E-Paper

রঞ্জি সেমিফাইনালে বিতর্ক, স্পিনার বিশ্নোইয়ের পরিবর্তে পেসার হেমাঙ্গ! গুজরাতের কাণ্ডে বিরক্ত কেরল

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল কনকাশন সাব হিসাবে শিবম দুবের বদলে হর্ষিত রানাকে দলে নিয়েছিল। অলরাউন্ডারের বদলে নেওয়া হয়েছিল পেসারকে। এ বার রঞ্জিতেও তেমনই ঘটল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৬
ravi bishnoi

রবি বিশ্নোই। —ফাইল চিত্র।

শুক্রবার রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে কেরল। প্রথম বার রঞ্জির ফাইনালে উঠেছে তারা। কিন্তু সেই ম্যাচের একটি সিদ্ধান্ত নিয়ে খুশি নন কেরলের জলজ সাক্সেনা। গুজরাতের স্পিনার রবি বিশ্নোইয়ের মাথায় বল লেগেছিল। তাঁর বদলে কনকাশন সাব হিসাবে দলে নেওয়া হয় হেমাঙ্গ পটেলকে। কিন্তু তিনি পেসার অলরাউন্ডার। সেটা নিয়েই বিতর্ক। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল কনকাশন সাব হিসাবে শিবম দুবের বদলে হর্ষিত রানাকে দলে নিয়েছিল। অলরাউন্ডারের বদলে নেওয়া হয়েছিল পেসারকে। এ বার রঞ্জিতেও তেমনই ঘটল।

বিশ্নোইয়ের মাথায় লাগার পর নাক দিয়ে রক্ত পড়ছিল। সেই কারণে তাঁর বদলে দলে নেওয়া হয় হেমাঙ্গকে। নিয়ম অনুযায়ী, যে ধরনের ক্রিকেটার চোট পেয়েছেন, সেই ধরনের ক্রিকেটারকেই দলে নেওয়া উচিত। কিন্তু এই ক্ষেত্রে সেটা হয়নি। কেরলের স্পিনার সাক্সেনা বলেন, “বিশ্নোই বোলার। সাধারণত ন’দশ নম্বরে ব্যাট করে। কিন্তু কনকাশন সাব হিসাবে এমন একজনকে দলে নেওয়া হল যে যথেষ্ট ভাল ব্যাট করে। তাকে ৫ নম্বরে ব্যাট করতে পাঠানো হয়। এটা ঠিক নয়। আমি আম্পায়ারকে বলেছি। আর যদি কোনও ব্যাটারকে দলে নিয়েও থাকে, উচিত ছিল তাকে ১১ নম্বরে ব্যাট করতে নামানো।”

কোয়ার্টার ফাইনালে প্রথম ইনিংসে এক রানের লিড পেয়েছিল কেরল। সেমিফাইনালে প্রথম ইনিংসে দু’রানের লিড। পর পর দুই ম্যাচে দুই গুরুত্বপূর্ণ লিড প্রথম বার রঞ্জি ট্রফির ফাইনালে তুলে দিল কেরলকে। গুজরাতের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র দু’রানের লিড নেওয়ার সুবাদে ফাইনালে উঠেছে তারা। ফাইনালে খেলবে বিদর্ভের বিরুদ্ধে। বিদর্ভ ৮০ রানে হারিয়েছে ৪২ বারের বিজয়ী মুম্বইকে।

Ranji Trophy 2024-25
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy