আইপিএল থেকে আন্দ্রে রাসেলের অবসরে আবেগপ্রবণ শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার সমাজমাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ককে। আইপিএলে নতুন ভূমিকার জন্য রাসেলকে শুভেচ্ছাও জানিয়েছেন বলিউড বাদশা।
সমাজমাধ্যমে অবসরের কথা ঘোষণা করেছেন রাসেল। তাঁর পোস্টেই নিজের আবেগ প্রকাশ করেছেন শাহরুখ। কেকেআর কর্ণধার লিখেছেন, ‘‘দুর্দান্ত স্মৃতির জন্য ধন্যবাদ, আন্দ্রে। আমাদের উজ্জ্বল বর্ম পরা নাইট। কেকেআরে তোমার আবদান বইয়ে লেখা থাকবে। এখান থেকেই তোমার ক্রীড়াজীবনের আর এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। তুমি এ বার আমাদের পাওয়ার কোচ। বেগনি এবং সোনালি জার্সি পরা আমাদের ছেলেদের জ্ঞান এবং শক্তিতে সমৃদ্ধ করবে তুমি। ওদের আরও শক্তিশালী করে তুলবে।’’
শাহরুখ আরও লিখেছেন, ‘‘অন্য কোনও জার্সি পরলে তোমাকে অদ্ভুত দেখতে লাগত। মাসল রাসেল তোমাকে ভালবাসি। দলের এবং সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষের পক্ষ থেকে তোমাকে ভালবাসা জানাচ্ছি।’’
আরও পড়ুন:
২০১৪ সালে রাসেলকে কেনে কেকেআর। তখন থেকেই কেকেআরের অবিচ্ছেদ্য অংশ ক্যারিবিয়ান অলরাউন্ডার। কেকেআর কর্তৃপক্ষ তাঁকে বাদ দিয়ে দল গঠনের কথা ভাবেননি কখনও। রাসেলও কলকাতা ছাড়ার কথা ভাবেননি। তবে গত দু’মরসুম ধরে আইপিএলে রাসেলের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল। শেষ পর্যন্ত এ বার নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। প্রিয় কেকেআরের বিরুদ্ধে খেলতে চান না। তাই আইপিএল থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দ্রে রাস।