Advertisement
E-Paper

‘সবাই ঘরের মাঠের সুবিধা চায়,’ ইডেনের পিচ-বিতর্ক নিয়ে সরব কেকেআর কোচ, মুখ খুললেন নারাইনকে নিয়েও

ইডেনের পিচ-বিতর্ক নিয়ে উত্তাপ ক্রমশ বাড়ছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামার আগে কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সাফ জানিয়েছেন, ঘরের মাঠের সুবিধা তাঁরাও চান। তবে বিষয়টি নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৯:৪৬
cricket

বেঙ্গালুরু ম্যাচের আগে ইডেনের ছবি। ছবি: পিটিআই।

ইডেনের পিচ-বিতর্ক নিয়ে উত্তাপ ক্রমশ বাড়ছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামার আগে কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সাফ জানিয়েছেন, ঘরের মাঠের সুবিধা তাঁরাও চান। তবে বিষয়টি নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন না। মুম্বই ম্যাচে সুনীল নারাইন খেলবেন কি না, সে বিষয়েও কথা বলেছেন চন্দ্রকান্ত।

আইপিএলের দলগুলিকে ঘরের মাঠে সুবিধাজনক পিচ দেওয়া উচিত কি না, সে প্রশ্নের উত্তরে চন্দ্রকান্ত বলেছেন, “কে সেটা নিয়ে খুশি হবে না বলুন তো? এটা তো খুব সহজ উত্তর।”

তবে বিষয়টি নিয়ে বিতর্ক বাড়তে পারে ভেবে চন্দ্রকান্ত বলেছেন, “আসলে কোচ বা টিম ম্যানেজমেন্টের সদস্য হিসাবে আমাদের কাছে যে পিচ দেওয়া হয় সেটাতেই খেলি। নিয়ন্ত্রণ সব সময়েই থাকে কিউরেটরের হাতে। আমি জানি না অন্যান্য রাজ্যে বা অন্য মাঠে দলগুলোর হাতে মাঠের নিয়ন্ত্রণ থাকে কি না। তবে এই মুহূর্তে এটুকু বলতে পারি, যে পিচ আমাদের দেওয়া হয় তাতে কিছু যেন আমাদের জন্য থাকে। কোচ, অধিনায়ক, দল পরিচালন সমিতি সেটাই আশা করে।”

আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর কাছে হারের পরেই অধিনায়ক অজিঙ্ক রাহানে ইডেনে ঘূর্ণি পিচ বানানোর দাবি তুলেছিলেন। তবে এটাও জানিয়েছিলেন, ম্যাচের আগের দু’দিন পিচ ঢাকা থাকায় হয়তো সেটা সম্ভব হয়নি। পাল্টা ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছিলেন, কেকেআরের তরফে নির্দিষ্ট পিচ তৈরির কোনও অনুরোধ তাঁর কাছে আসেনি। তিনি গতিময় পিচ বানানো থেকে সরে আসবেন না বলেও জানিয়েছিলেন। যদিও পরে শোনা গিয়েছে, আগামী ম্যাচগুলিতে ঘূর্ণি উইকেট পেতে পারে কেকেআর। অনড় মনোভাব থেকে সরে এসেছেন সুজনও।

পিচ নিয়ে প্রশ্ন এখানেই শেষ হয়নি। চন্দ্রকান্তকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁদের দল অনুযায়ী ইডেনের পিচ তৈরি করা উচিত কি না। কেকেআর কোচ বলেছেন, “এই মুহূর্তে আমার ফোকাস পুরোপুরি কালকের ম্যাচে। এই ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই কী করতে হবে, কার হাতে কী আছে সে সব নিয়ে ভাবছিই না। সব নজর শুধু মুম্বই ম্যাচে।”

চন্দ্রকান্ত জানিয়ে দিয়েছেন, মুম্বই ম্যাচে নারাইনের খেলতে কোনও সমস্যা নেই। তবে দলের কম্বিনেশন ভাঙা হবে কি না, তা বলতে চাননি। চন্দ্রকান্তের কথায়, “সুনীল ১০০ শতাংশ ফিট। খুব ভাল ভাবে সুস্থ হয়ে উঠেছে। গত কাল (শনিবার) থেকে অনুশীলন করছে। ওকে দেখে ভালই লাগছে।”

মুম্বই টানা দু’টি ম্যাচ হেরে সোমবার খেলতে নামছে। তবে ওয়াংখেড়েতে কেকেআরের পরিসংখ্যান মোটেই ভাল নয়। সে প্রসঙ্গে চন্দ্রকান্ত বলেছেন, “সবার আগে আমি নিজের দলের খেলার দিকে চোখ রাখতে চাই। আমরা ভাল খেলেছি। মুম্বই সেটা পারেনি বলেই দুটো ম্যাচে হেরেছে। তাই আমাদের কাছে বাড়তি সুবিধা তো বটেই। ওদের আরও চাপে ফেলতে পারব। তবে এটাও ঠিক, খেলাটা মুম্বইয়ে। পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে আমাদের। এটাই আমাদের পরিকল্পনা এবং আশা করি সেটা কাজেও লাগাতে পারব।”

KKR Chandrakant Pandit Eden Gardens IPL Mumbai Indians
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy