Advertisement
১০ অক্টোবর ২০২৪
Gautam Gambhir-Rahul Dravid

দ্রাবিড়ের চেয়ারে কি এ বার নজর গম্ভীরের! কলকাতার মেন্টর হয়ে মুখ খুললেন গৌতি, কী বললেন?

এ বারের আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। তার পরেই ভারতীয় দলের কোচিং নিয়ে মুখ খুলেছেন তিনি। কী বলেছেন গম্ভীর?

cricket

রাহুল দ্রাবিড় (বাঁ দিকে) ও গৌতম গম্ভীর (ডান দিকে)। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩ ১১:১৬
Share: Save:

কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব পাওয়ার পরে কি এ বার ভারতীয় দলের কোচের পদে নজর দিয়েছেন গৌতম গম্ভীর। বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তা হলে কেন সেই পদ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার?

একটি সাক্ষাৎকারে ভারতীয় দলের কোচের বিষয়ে মুখ খুলেছেন গম্ভীর। তিনি ভারতীয় কোচদেরই দায়িত্ব দেওয়ার কথা বলেছেন। গম্ভীর বলেন, ‘‘আমরা দেখেছি বিশ্বকাপে ভারত কত ভাল খেলেছে। ভারতীয় কোচের অধীনেই তো সেটা হয়েছে। তা হলে কেন বিদেশি কোচ আনতে হবে? কেন ভারতীয় কোচের উপর ভরসা রাখব না আমরা?’’

ভারতীয় কোচদের কিছু সমস্যার কথাও জানিয়েছেন গম্ভীর। কিন্তু সে সব ক্রিকেটীয় নয়। তাঁর কথায়, ‘‘ভারতীয় কোচেরা হয়তো বিদেশি কোচদের মতো ল্যাপটপ ব্যবহার করতে পারে না। অনেকে হয়তো খুব ভাল ইংরেজি বলতে পারে না। তবে যেটা আসল সেটা পারে। তা হল দলকে ভাল খেলানো। আমরা তো আর ১০ বছর আগে খেলা শুরু করিনি। আমাদের অনেক ক্রিকেটার রয়েছে যারা বিশ্বকাপ জিতেছে। তা হলে কেন বিদেশি কোচ আনতে হবে?’’

দ্রাবিড়ের কোচিং ভবিষ্যৎ নিয়েও মুখ খুলেছেন গম্ভীর। কত দিন দ্রাবিড় ভারতীয় দলের কোচ থাকবেন তা জানেন না তিনি। তবে পরবর্তী কোচও ভারত থেকে হওয়া উচিত বলে মনে করেন গম্ভীর। তিনি বলেন, ‘‘দ্রাবিড় কত দিন কোচ থাকবে সেটা বলতে পারব না। তবে ভারতে অনেক বিকল্প আছে। আমি আশা রাখছি যে দ্রাবিড়কে সরিয়ে দিলেও এক জন ভারতীয়ের হাতেই দায়িত্ব দেওয়া হবে।’’

অন্য বিষয়গুলি:

Rahul Dravid Gautam Gambhir India Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE