প্রধান কোচ, বোলিং কোচের পর এ বার অধিনায়কও বদলাতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। গত বার অধিনায়ক হিসাবে ব্যর্থ অজিঙ্ক রাহানে। তাই এ বার রাহানের বদলি চাইছে তারা। কেকেআরের নজরে লোকেশ রাহুল। এখন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ব্যস্ত তিনি। ভাল ফর্মে রয়েছেন রাহুল। আইপিএলে এ বার রাহুলের উপর ভরসা করতে চাইছে শাহরুখ খানের দল।
সূত্রের খবর, দিল্লির সঙ্গে কথা বলছে কলকাতা। আগামী মরসুমের আগে ট্রেড উইন্ডোতে রাহুলকে নিতে চাইছে তারা। তবে একটা সমস্যাও রয়েছে। রাহুলের পরিবর্তে কলকাতাকেও একজন ক্রিকেটার দিল্লিকে দিতে হবে। কিন্তু এই মুহূর্তে কেকেআরে এমন কোনও ক্রিকেটার নেই, যিনি রাহুলের বিকল্প হতে পারেন। তাই দিল্লি খুব একটা আগ্রহ দেখাচ্ছে না।
ট্রেড উইন্ডোতে রাহুলকে নিতে না পারলেও একটা সুযোগ থাকবে কেকেআরের কাছে। যদি পরের মরসুমের আগে দিল্লি রাহুলকে ছেড়ে দেয় তা হলে নিলামে উঠবেন তিনি। সেখানে কেকেআর তাঁকে কিনতে পারে। আগামী মরসুমের আগে ২৩ কোটি ৭৫ লক্ষের বেঙ্কটেশ আয়ারকে কলকাতার ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা করলে কলকাতার হাতে টাকাও থাকবে। গত বারের নিলামে ১৪ কোটি টাকায় রাহুলকে নিয়েছিল দিল্লি। ফলে বেঙ্কটেশকে ছেড়ে দিলে নিলামে রাহুলকে নেওয়ার সম্ভাবনা বাড়বে কেকেআরের।
আরও পড়ুন:
সূত্রের খবর, রাহুলের কথা ভাবার নেপথ্যে রয়েছেন কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার। অভিষেক ভারতীয় দলের সহকারী কোচ হওয়ার পর থেকে তাঁর সঙ্গে রাহুলের সম্পর্ক বেশ ভাল। রাহুল নিজেই আইপিএলের সময় জানিয়েছিলেন যে, সাদা বলের ক্রিকেটে তাঁর উন্নতির নেপথ্যে বড় ভূমিকা রয়েছে অভিষেকের। এই পরিস্থিতিতে কেকেআরে আসার বিষয়ে তিনি রাহুলের সঙ্গে কথা বলছেন কি না, তা অবশ্য জানা যায়নি।
প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও বোলিং কোচ ভরত অরুণকে ছেড়ে দিয়েছে কেকেআর। অর্থাৎ, পরের মরসুমের আগে নতুন প্রধান কোচ ও বোলিং কোচের নাম ঘোষণা করতে হবে কেকেআরকে। সেই তালিকায় যুক্ত হতে পারে অধিনায়কের নামও। এখন দেখার, রাহুলকে শেষ পর্যন্ত নিজের দলে শাহরুখ খান আনতে পারেন কি না।