Advertisement
E-Paper

একই দিনে অস্ট্রেলিয়ার দুই দলের বিরুদ্ধে ব‍্যর্থতা-সাফল‍্য! ১১ রান করে আউট রাহুল, ছক্কার নজির বৈভবের

লাল বলে ফর্মে ফিরতে পারলেন না কেএল রাহুল। বুধবার অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে মাত্র ১১ রানে আউট হয়ে গেলেন তিনি। তবে সাদা বলে ফর্মে রয়েছে বৈভব সূর্যবংশী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৩
KL Rahul fails but Vaibhav Suryavanshi gets success against different Australia teams

(বাঁ দিকে) কেএল রাহুল, বৈভব সূর্যবংশী (ডান দিকে)। —ফাইল চিত্র।

লাল বলে ফর্মে ফিরতে পারলেন না কেএল রাহুল। বুধবার অস্ট্রেলিয়া এচ দলের বিরুদ্ধে মাত্র ১১ রানে আউট হয়ে গেলেন তিনি। তবে সাদা বলে ফর্মে রয়েছে বৈভব সূর্যবংশী। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে অর্ধশতরান করেছে সে। শুধু তাই নয়, যুবদের ক্রিকেটে নজিরও গড়েছে বৈভব।

ইংল্যান্ড সিরিজ়ে খেলার পর আবার লাল বলের ক্রিকেট খেলতে নেমেছেন রাহুল। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে খেলেননি। দ্বিতীয় বেসরকারি টেস্টে ওপেন করতে নেমে ২৪ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন রাহুল। মাত্র একটি চার মেরেছেন ভারতীয় ওপেনার। উইল সাদারল্যান্ডের বলে উইকেটকিপার জশ ফিলিপের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি।

দ্বিতীয় বেসরকারি টেস্টে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া এ দল ৪২০ রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে গিয়েছে। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত এ দল ২০ ওভারে ৭১ রানে ৪ উইকেট হারিয়েছে। রাহুলের সতীর্থ ওপেনার নারায়ণ জগদীশন ৩৮ রান করেছেন। ব্যর্থ হয়েছেন দেবদত্ত পাড়িক্কল এবং অধিনায়ক ধ্রুব জুরেল।দু`জনেই এক রান করে সাজঘরে ফিরে গিয়েছেন।

অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে বৈভব ৬৮ বলে ৭০ রান করেছে। ৫টি চার ও ৬টি ছয় মেরেছে বৈভব। তবে অন্যান্য বারের তুলনায় খানিকটা ধীর গতিতে খেলতে দেখা গিয়েছে ১৪ বছরের ব্যাটারকে। শুরুর দিকে বেশ ধীরে খেলছিল সে। পরের দিকে চালিয়ে খেলতে শুরু করে। ওপেনার আয়ুষ মাত্রে আউট হয়ে গেলেও বিহান মলহোত্রর সঙ্গে ১১৭ রানের জুটি করে বৈভব। ভারতের অনূর্ধ্ব-১৯ দল অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে ৪৯.৪ ওভারে ৩০০ রানে অলআউট হয়ে গিয়েছে।

যুবদের এক দিনের ক্রিকেটে সব মিলিয়ে ৪১টি ছয় মারল বৈভব। সে ভেঙে দিয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার উন্মুক্ত চন্দের নজির। ২১টি ম্যাচে ৩৮টি ছয় মেরেছিলেন উন্মুক্ত। বৈভব সেই নজির ভেঙে দিয়েছে মাত্র ১০টি ম্যাচে। যুবদের ক্রিকেটে সব মিলিয়ে ৫৪০ রান হয়ে গেল বৈভবের। তার মধ্যে ২৬ শতাংশ রান সে করেছে বাউন্ডারি থেকে। যুবদের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে ছক্কার তালিকায় বৈভব এবং উন্মুক্তের পরে রয়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি ২৭ ম্যাচে ৩০টি ছয় মেরেছিলেন।

Vaibhav Suryavanshi KL Rahul
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy