গত একটা সপ্তাহ একেবারেই ভালো যায়নি কেএল রাহুলের কাছে। আইপিএল-এর নতুন দল লখনউ সুপার জায়ান্টসের হয়ে ১৭ কোটি টাকায় সই করেছেন ঠিই। কিন্তু ভারতের টেস্ট দলই হোক বা সীমিত ওভারের দল, অধিনায়ক হিসেবে খালি হাতেই ফিরতে হয়েছে তাঁকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিরাট কোহলীর অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছিলেন রাহুল। সেখানে হারতে হয়েছে। এরপর এক দিনের সিরিজের তিনটে ম্যাচেই হারতে হয়েছে। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাহুল জানালেন, এই হার তাঁর কাছে বিরাট শিক্ষা।
রাহুল বলেছেন, “এই মুহূর্তে আমাদের সামনে দুটো বিশ্বকাপ রয়েছে। সেটাই আমাদের নজরে। কী ভাবে ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করতে হবে এবং দল হিসেবে আরও উন্নতি করতে হবে সেটা শেখার চেষ্টা করছি। গত চার-পাঁচ বছরে আমরা খুব ভাল ক্রিকেট খেলেছি। কিন্তু এই মুহূর্তে একটু হলেও সীমিত ওভারের খেলায় পরিবর্তন হওয়া দরকার। দলের মধ্যে সেটা নিয়েই কথা হয়েছে। হারের পেছনে এটাকে অজুহাত হিসেবে খাড়া করছি না। কিন্তু দল হিসেবে আমরা উন্নতি করছি এটা বলতে পারি।”