Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Eden Gardens

সহবাগ-কালিসদের খেলার মধ্যেই মায়াবী ইডেন, লেজারের বৃষ্টিতে মুগ্ধ দর্শক

ইডেনে লেজেন্ডস লিগে ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টসের মধ্যে প্রদর্শনী ম্যাচ চলাকালীন লেজার শো দেখা গেল। লেজারের বৃষ্টিতে মাতলেন দর্শক। প্রথম বার ইডেনে এই দৃশ্য দেখা গেল।

ইডেনে আলোর খেলা।

ইডেনে আলোর খেলা। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১১:৩৯
Share: Save:

বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা (সিএবি) আগেই জানিয়েছিল, ইডেনের ভোল বদলে ফেলার কাজ শুরু হয়েছে। নতুন আলো বসানো হয়েছে। সেই আলোর খেলা দেখা গেল শুক্রবার। লেজেন্ডস ক্রিকেট লিগে ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টসের মধ্যে প্রদর্শনী ম্যাচ চলাকালীন লেজার শো দেখা গেল। লেজারের বৃষ্টিতে মাতলেন দর্শক। প্রথম বার ইডেনে এই দৃশ্য দেখা গেল।

প্রদর্শনী ম্যাচ চলাকালীন ইনিংসের বিরতিতে এই আলোর খেলা দেখা যায়। ইডেনের সব বাতিস্তম্ভের আলো নিভিয়ে দেওয়া হয়। তার পর শুরু হয় লেজার শো। নানা রকম জ্যামিতিক আকারে লেজারের খেলা শুরু হয়। সেই সঙ্গে পাল্লা দিয়ে মাঠের ভিতরে এলইডি আলোর কাজ দেখা যাচ্ছিল। সঙ্গে বাজছিল হিন্দি গান। ‘রং দে বাসন্তী’ থেকে শুরু করে ‘বন্দেমাতরম’, গানের তালে কোমর দোলান আট থেকে আশি। ১০ মিনিটের এই লেজার শো দেখে মুগ্ধ দর্শক। ইডেনের এই রূপ আগে দেখেননি তাঁরা।

ইডেনে এই লেজার শো দেখা যাবে কি না তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। কারণ, ম্যাচের আগে হাল্কা বৃষ্টি হয়েছিল। যদিও বৃষ্টি ম্যাচে বাধা সৃষ্টি করতে পারেনি। ঠিক সময়ে খেলা শুরু হয়। পরিকল্পনা মতো লেজার শো দেখাতে সফল হয় সিএবি।

দর্শকদের আনন্দ দ্বিগুণ করে দেয় ইন্ডিয়া মহারাজাস। তন্ময় শ্রীবাস্তব এবং ইউসুফ পাঠানের অর্ধশতরানের সৌজন্যে কালিসের নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়ান্টসকে ছয় উইকেটে হারায়। তারা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে আট উইকেটে ১৭০ তোলে জায়ান্টস। জবাবে আট বল বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচ জেতে সহবাগের মহারাজাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE