Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Bangladesh Cricket

Liton Das: প্রথম টেস্ট শতরান লিটনের, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে টানছেন মুশফিকুরও

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে দুরন্ত লড়াই দিলেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। দু’জনের ইনিংসের সৌজন্যে ভাল জায়গায় বাংলাদেশ।

শতরানের পর লিটন।

শতরানের পর লিটন। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৮:২১
Share: Save:

টেস্ট ক্রিকেটে প্রথম শতরান হয়ে গেল লিটন দাসের। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে প্রথম টেস্টে টানছেন তিনি এবং মুশফিকুর রহিম। প্রথম দিন এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেটে ২৫৩ রান তুলেছে।

বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন ছয় নম্বরে ব্যাট করতে নামেন। ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছিল বাংলাদেশ। এমন সময় দলের হাল ধরেন মুশফিকুর এবং লিটন। দু’জনে মিলে এখনও পর্যন্ত অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ২০৪ রানের জুটি গড়েছেন। ১৯০ বলে ৮২ রানে অপরাজিত রয়েছেন মুশফিকুর। ২২৫ বলে ১১৩ রানে খেলছেন লিটন। টেস্ট ক্রিকেটে এটাই তাঁর প্রথম শতরান। ২৬তম টেস্টে এসে শতরান পেলেন তিনি। লিটনের ইনিংসে ১১টি চার, ১টি ছয় রয়েছে। মুশফিকুর ১০টি চার মারেন।

শুরুটা এতটাও ভাল হয়নি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক। কিন্তু শুরু থেকেই পাকিস্তানের বোলারদের দাপটে কোণঠাসা হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটাররা। শাদমান ইসলাম, সঈফ হাসান, নাজমুল হোসেন শান্ত তিনজনেই ১৪ রান করেন। মোমিনুল ৬ রান করেন। এঁরা কেউ দাঁড়াতে পারেননি।

পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি, হাসান আলি, ফহিম আশরাফ এবং সাজিদ খান একটি করে উইকেট নেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE