অভিষেক টেস্টেই শতরান। সব ক্রিকেটারের এমন সৌভাগ্য হয় না। কিন্তু শুক্রবার বিরল তালিকায় নাম লিখিয়ে ফেললেন শ্রেয়স আয়ার। ১৬ নম্বর ভারতীয় ব্যাটার হিসেবে অভিষেক টেস্টেই শতরানের নজির গড়লেন তিনি। ম্যাচের পর শ্রেয়স জানালেন, রাতে ভাল করে ঘুমোতেই পারেননি তিনি। উঠে পড়েছেন অনেক সকালে।
শ্রেয়সের কথায়, “প্রথম দিন থেকে যা যা এখন হয়েছে, তার জন্য আমি অত্যন্ত খুশি। আগেরদিন রাতে ভাল করে ঘুমোতে পারিনি। বিশেষত অপরাজিত থেকে ঘুমোতে যাওয়া বেশ কঠিন একটা ব্যাপার। গত কাল আমি ভালই ব্যাটিং করেছি। কিন্তু আজকের দিনটার উপরেও ফোকাস ছিল। ভাল ঘুম না হওয়ায় ভোর পাঁচটাতেই উঠে পড়েছিলাম। কিন্তু শতরান পাওয়ার পরে আমি প্রচণ্ড খুশি। অসাধারণ একটা অনুভূতি হচ্ছে।”