আইপিএলের নিয়মরক্ষার ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে মহেন্দ্র সিংহ ধোনির দল করে ৮ উইকেটে ১৮৭ রান। জবাবে ১৭.১ ওভারে ৪ উইকেটে ১৮৮ সঞ্জু স্যামসনদের। ১৪ বছরের বৈভব সূর্যবংশীর পরিণত ব্যাটিংয়ের কাছে হার মানতে হল ৪৩ বছরের ধোনির চেন্নাইকে।
দিল্লির মাঠে মঙ্গলবার আইপিএলে নিজের সপ্তম ম্যাচ খেলতে নেমেছিল বৈভব। এই সাত ম্যাচেই পরিণত হয়ে উঠেছে বিহারের কিশোর। এ দিন প্রথম বল থেকে মারার চেষ্টা করেনি বৈভব। পিচে থিতু হওয়ার চেষ্টা করেছে। বুঝে নিতে চেয়েছে ২২ গজের চরিত্র। প্রথম ১০ বলে ১২ রান করার পর হাত খুলেছে। আক্রমণের জন্য বেছে নিয়েছে ধোনির প্রধান তিন বোলিং অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা এবং নুর আহমেদকে। তিন জনের বিরুদ্ধেই আগ্রাসী ব্যাটিং করেছে বৈভব। খেলেছে সব ক্রিকেটীয় শট। যেন ধোনির ক্রিকেট মস্তিষ্কের পরীক্ষা নিয়েছে সে। অশ্বিন, জাডেজাদের অভিজ্ঞতাও তাকে বাগে আনতে পারেনি। বৈভবের দাপটে একটা সময় ধোনিকেও খানিকটা দিশাহারা দেখাচ্ছিল। মাথা ঠান্ডা রেখে খেলার চেষ্টা করেছে কিশোর ব্যাটার। অযথা ঝুঁকি নেওয়ার চেষ্টা করেনি। তবে সঞ্জু স্যামসন আউট পর বৈভবও টিকতে পারল না। এ দিন বৈভবের ৩৩ বলে ৫৭ রানের ইনিংসে ছিল ৪টি করে চার এবং ছক্কা। বৈভব আউট হয়ে ফেরার সময় উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা গিয়েছে রাজস্থান কোচ রাহুল দ্রাবিড়কে। বুঝিয়ে দিয়েছেন শিষ্যের ব্যাটিংয়ে তিনি খুশি।
২২ গজে বৈভব সাহায্য পেয়েছে দুই সিনিয়র যশস্বী জয়সওয়াল এবং সঞ্জুর কাছ থেকেও। ১৮৮ রান তাড়া করতে নেমে ১৯ বলে ৩৬ রানের ইনিংসে রাজস্থানের ইনিংসের ছন্দ তৈরি করে দেন যশস্বী। তাঁর ব্যাট থেকে এসেছে ৫টি চার এবং ২টি ছক্কা। তবে দ্বিতীয় উইকেটে সঞ্জু এবং বৈভবের ৯৮ রানের জুটি রাজস্থানের জয়ের ভিত তৈরি করে দেয়। সঞ্জু করেন ৩১ বলে ৪১ রান। ৩টি চার এবং ২টি ছয় মেরেছেন রাজস্থান অধিনায়ক। পর পর ২ উইকেট নিয়ে হালকা একটা ধাক্কা অশ্বিন দিয়েছিলেন বটে, তাতে লাভ কিছু হয়নি। ধ্রুব জুরেল (১২ বলে অপরাজিত ৩১) এবং শিমরন হেটমেয়ার (৫ বলে অপরাজিত ১২) ১৭ বল বাকি থাকতেই দলকে লক্ষ্যে পৌঁছে দেন।
আরও পড়ুন:
এর আগে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তোলে চেন্নাই। ধোনির দলের অধিকাংশ ব্যাটার প্রত্যাশা পূরণ করতে পারলেন না এ দিনও। ওপেনার আয়ুষ মাত্রে (২০ বলে ৪৩), ডেওয়াল্ড ব্রেভিস (২৫ বলে ৪২) এবং শিবম দুবে (৩২ বলে ৩৯) দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন। আট নম্বরে ব্যাট করতে নেমে বিশেষ সুবিধা করতে পারলেন না অধিনায়ক ধোনিও। শেষ দিকে দ্রুত খুচরো রান নিতে পারলেন না। করলেন ১৭ বলে ১৬ রান।