খেলা চলাকালীন অশালীন মন্তব্যের জেরে জরিমানা করা হল নিউজিল্যান্ডের জোরে বোলার কাইল জেমিসনকে। তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। শুধু তাই নয় খারাপ ব্যবহারের জন্য একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন জেমিসন। ভবিষ্যতে ফের এই ঘটনা ঘটালে আরও বড় শাস্তি পেতে পারেন তিনি।
বাংলাদেশের ব্যাটার ইয়াসির আলিকে আউট করার পরে তাঁর উদ্দেশে অশালীন মন্তব্য করেন জেমিসন। ম্যাচ শেষে আম্পায়াররা ম্যাচ রেফারি জেফ ক্রোকে সে কথা জানান। তার পরে জরিমানার সিদ্ধান্ত নেন রেফারি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন জেমিসন।