চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না বেন সিয়ার্স। নিউ জ়িল্যান্ডের পেসারের পেশিতে চোট। করাচিতে অনুশীলন করার সময় বুধবার চোট পেয়েছিলেন তিনি। স্ক্যান করার পর জানা যায় যে, আগামী দু’সপ্তাহের জন্য খেলতে পারবেন না সিয়ার্স। অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটারের চোট। তাঁরা খেলতে পারবেন না। অস্ট্রেলিয়ার পর এ বার চোটের কারণে সমস্যায় নিউ জ়িল্যান্ড। ভারতীয় দলও পাবে না জসপ্রীত বুমরাহকে।
এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বেশ কিছু ক্রিকেটার চোট পাচ্ছেন। সিয়ার্সের আগে ১০ জন ক্রিকেটার চোট অথবা অন্য কোনও কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন না বলে জানা গিয়েছিল। সেই তালিকায় যেমন ভারতের বুমরাহ রয়েছেন, তেমনই রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, জস হেজ়লউড এবং মার্কাস স্টোইনিস। এ ছাড়াও দক্ষিণ আফ্রিকার অনরিখ নোখিয়ে, ইংল্যান্ডের জেকব বেথেল, আফগানিস্তানের আল্লা গজ়নফর এবং পাকিস্তানের সাইম আয়ুব রয়েছেন।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচেই খেলবে নিউ জ়িল্যান্ড। তাদের দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যে সিয়ার্স সুস্থ হতে পারবেন না। তিনি খেলতে পারবেন গ্রুপের শেষ ম্যাচ থেকে। যে কারণে তাঁকে দলে রাখার ঝুঁকি নেয়নি নিউ জ়িল্যান্ড। সিয়ার্সের বদলে জেকব ডাফিকে দলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সিয়ার্স চোট পাওয়ায় নিউ জ়িল্যান্ডের কোচ গ্যারি স্টিড হতাশ। তিনি বলেন, “সিয়ার্স না থাকায় সত্যিই খারাপ লাগছে। বড় প্রতিযোগিতা থেকে বাদ পড়তে সকলেরই খারাপ লাগে। সিয়ার্সের এটাই প্রথম আইসিসি প্রতিযোগিতা ছিল। তাই সত্যিই খারাপ লাগছে।” সিয়ার্সের বদলে ডাফিকে নেওয়ার প্রসঙ্গে স্টিড বলেন, “সিয়ার্সের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করল অর্ধেক প্রতিযোগিতা শেষ হয়ে যাবে। তাই আমরা এমন এক জন ক্রিকেটারকে দলে চেয়েছিলাম, যে পুরোপুরি সুস্থ।”
২৯ বছরের ডাফি শ্রীলঙ্কায় ভাল খেলে নজর কেড়েছিলেন। ১০টি এক দিনের ম্যাচে তিনি ১৮টি উইকেট নিয়েছেন। পাকিস্তানে যে ত্রিদেশীয় সিরিজ় চলছে, সেখানে তাঁকে শুক্রবার ফাইনালে খেলানো হচ্ছে। তিনি পাকিস্তানেই ছিলেন, ফলে সেখানকার পরিবেশের সঙ্গে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবেন। সেই কারণেই ডাফিকে দলে নিয়েছে নিউ জ়িল্যান্ড।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই দিন পাকিস্তানের বিরুদ্ধে খেলবে নিউ জ়িল্যান্ড। করাচিতে হবে সেই ম্যাচ। বাংলাদেশের বিরুদ্ধে ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিণ্ডিতে খেলবে কিউয়িরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে তারা দুবাই যাবে। সেখানে ভারতের বিরুদ্ধে নিউ জ়িল্যান্ডের ম্যাচ ২ মার্চ।