Advertisement
১৪ জুন ২০২৪
Babar Azam

বাবরের দেশে খেলতে যাবে আরও এক দেশ, পাকিস্তানে এ বার জোড়া সফর

পাকিস্তানে এ বার ক্রিকেটবিশ্বের আরও এক প্রথম সারির দল সফর করতে চলেছে। পাঁচ মাসে দু’দফায় পাকিস্তানে সিরিজ় খেলতে যাবে কেন উইলিয়ামসনের দল। তিন ধরনের ফরম্যাটেই খেলবেন কেন উইলিয়ামসনরা।

বাবরের দেশে খেলতে যাচ্ছে নিউজ়িল্যান্ড।

বাবরের দেশে খেলতে যাচ্ছে নিউজ়িল্যান্ড। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২২ ১৬:০৮
Share: Save:

অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পর এ বার নিউজ়িল্যান্ড। পাকিস্তানে এ বার আরও এক প্রথম সারির দল সফর করতে চলেছে। পাঁচ মাসে দু’দফায় পাকিস্তানে সিরিজ় খেলতে যাবে কেন উইলিয়ামসনের দল। টেস্ট, ৫০ ওভার এবং ২০ ওভার— তিন ধরনের ফরম্যাটেই খেলবে তারা। প্রসঙ্গত, গত বছর নিরাপত্তায় গাফিলতি দেখিয়ে শেষ মুহূর্তে পাকিস্তান সফর বাতিল করে দেশে ফিরে গিয়েছিল নিউজ়িল্যান্ড।

আগামী ২৭ ডিসেম্বর করাচিতে টেস্ট সিরিজ় দিয়ে শুরু হচ্ছে সফর। ২৭-৩১ ডিসেম্বর চলবে প্রথম টেস্ট। এর পর ৪-৮ জানুয়ারি দ্বিতীয় টেস্ট মুলতানে। দু’টি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। আবার করাচি ফিরবে দুই দল। ১১-১৫ জানুয়ারি তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা। সেটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত।

এপ্রিলে সফরের দ্বিতীয় ভাগে পাকিস্তানে যাবে নিউজ়িল্যান্ড। ১৩-১৯ এপ্রিল চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে করাচিতে। লাহোরে পঞ্চম টি-টোয়েন্টি এবং দু’টি এক দিনের ম্যাচ হবে। বাকি তিনটি এক দিনের ম্যাচ হবে ১-৭ মে, রাওয়ালপিন্ডিতে।

গত বছর নিউজ়িল্যান্ডের সফর বাতিল নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। পাকিস্তানের অভিযোগ ছিল, নিউজ়‌িল্যান্ড নিজেরাই সিদ্ধান্ত নিয়ে দেশে ফিরেছে। পাকিস্তানকে কিছু জানায়নি। নিউজ়িল্যান্ডের দেখাদেখি ইংল্যান্ডও নিরাপত্তার দোহাই দিয়ে পাকিস্তান সফর বাতিল করেছিল। তবে ইংল্যান্ড সম্প্রতি পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ় খেলে গিয়েছে। এ বার নিউজ়িল্যান্ডের পালা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE