ভারতকে বিশ্বকাপ জিতিয়েও সেরা একাদশে জায়গা পেলেন না হরমনপ্রীত কৌর। ২০২৫ সালের মহিলাদের এক দিনের বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তিন জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন সেখানে। পাকিস্তান ও ইংল্যান্ডের এক জন ক্রিকেটার রয়েছেন দলে। ১১ জনের দলে তিন বিশেষজ্ঞ ব্যাটার, তিন পেসার-অলরাউন্ডার, দুই স্পিনার-অলরাউন্ডার, এক উইকেটরক্ষক ও দুই বিশেষজ্ঞ স্পিনারকে রাখা হয়েছে।
বিশ্বকাপের সেরা একাদশ:
১) স্মৃতি মন্ধানা (ভারত)— বিশ্বকাপে ৪৩৪ রান করেছেন তিনি। সর্বাধিক রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। একটি শতরান ও দু’টি অর্ধশতরান করে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন মন্ধানা।
২) লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক)— উলভার্ট এই দলের অধিনায়ক। বিশ্বকাপে ৫৭১ রান করেছেন তিনি। দু’টি শতরান ও তিনটি অর্ধশতরান করেছেন। একটি বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড গড়ে জায়গা করে নিয়েছেন উলভার্ট।
৩) জেমাইমা রদ্রিগেজ় (ভারত)— সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করে দলকে জিতিয়েছেন। বিশ্বকাপে একটি শতরান ও একটি অর্ধশতরানের সাহায্য ২৯২ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।
৪) মারিজ়ান কাপ (দক্ষিণ আফ্রিকা)— বিশ্বকাপের অন্যতম সেরা অলরাউন্ডার। ২০৮ রান করেছেন। পাশাপাশি ১২ উইকেট নিয়েছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছেন।
৫) অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া)— বিশ্বকাপের আরও এক সেরা অলরাউন্ডার তিনি। দু’টি শতরানের সাহায্যে করেছেন ৩২৮ রান। নিয়েছেন ৭ উইকেট। বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।
আরও পড়ুন:
৬) দীপ্তি শর্মা (ভারত)— বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। ২১৫ রান করেছেন। প্রতিযোগিতায় সবচেয়ে বেশি (২২) উইকেট নিয়েছেন। ফাইনালে অর্ধশতরানের পাশাপাশি নিয়েছেন ৫ উইকেট।
৭) অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া)— ১১৭ রান করেছেন। পাশাপাশি ১৭ উইকেট নিয়েছেন। চলতি বিশ্বকাপে নজর কেড়েছেন এই অলরাউন্ডার।
৮) নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা)— বিশ্বকাপে ভাল খেলেছেন ডি ক্লার্ক। ২০৮ রান করেছেন। ৯ উইকেট নিয়েছেন। তিনটি ম্যাচে ছক্কা মেরে জিতিয়েছেন দলকে।
৯) সিদরা নাওয়াজ় (পাকিস্তান)— বিশ্বকাপে মাত্র ৬২ রান করেও জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। চারটি ক্যাচ ধরেছেন। চারটি স্টাম্প করেছেন। সেখানে ভারতের উইকেটরক্ষক রিচা ঘোষ ২৩৫ রান করেও উইকেটরক্ষক হিসাবে সেরা একাদশে জায়গা পাননি। এই একটি নাম নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
১০) আলানা কিং (অস্ট্রেলিয়া)— বিশ্বকাপে ১৩ উইকেট নিয়েছেন। তার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাচেই নিয়েছেন ৭ উইকেট। প্রতিযোগিতায় স্পিনারদের মধ্যে বল সবচেয়ে বেশি ঘুরেছে তাঁর।
১১) সোফি ইকলেস্টোন (ইংল্যান্ড)— বিশ্বকাপে ইংল্যান্ড ফাইনালে উঠতে না পারলেও নজর কেড়েছেন ইকলেস্টোন। ১৬ উইকেট নিয়েছেন তিনি। ফলে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।
দ্বাদশ ক্রিকেটার— ন্যাট শিভার ব্রান্ট (ইংল্যান্ড)— ইংল্যান্ডের অধিনায়ক এ বারের বিশ্বকাপে একটি শতরানের সাহায্যে ২৬২ রান করেছেন। ৯ উইকেটও নিয়েছেন। ফলে দ্বাদশ ক্রিকেটার হিসাবে রাখা হয়েছে তাঁকে।