নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করেছেন তিনি। ৪৯ বলে তাঁর ৬৯ রানের ইনিংসও দলকে বাঁচাতে পারেনি। রান করা তো দূর, তিনি কোন যুক্তিতে খেলছেন সেটাই বুঝতে পারছেন না খুশদিল শাহ। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়ে অবাক তিনি।
নিউ জ়িল্যান্ড ম্যাচের পরে খুশদিল বলেন, “আমি নিজেই জানি না কী ভাবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেলাম। গত দু’বছর ধরে নির্বাচকেরা আমার দিকে তাকায়নি। এ বার কোন যুক্তিতে আমাকে নেওয়া হল জানি না।”
পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফাহিম আশরফ ও খুশদিলের জায়গা পাওয়া নিয়ে বিতর্ক চলছে। ওয়াসিম আক্রমের মতো প্রাক্তন ক্রিকেটারও অবাক হয়েছেন। তাঁর প্রশ্ন, এত দিন এক দিনের ক্রিকেট না খেলে কী ভাবে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো প্রতিযোগিতায় জায়গা পেয়েছেন দুই ক্রিকেটার। বুধবারের ম্যাচে খুশদিলকে গ্যালারি থেকে বিদ্রুপও করেছেন দর্শকেরা।
আরও পড়ুন:
বিদ্রুপ নিয়ে মাথা ঘামাচ্ছেন না খুশদিল। তিনি আপাতত নিজের খেলার দিকেই নজর দিয়েছেন। খুশদিল বলেন, “আমি সমালোচনা, বিদ্রুপ নিয়ে মাথায় ঘামাই না। কারণ, মানুষের মুখ বন্ধ করা যায় না। আমি চাই ভাল খেলে দলকে জেতাতে। তা হলেই সকলে জবাব পেয়ে যাবে।”
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
২০২০ সালের নভেম্বর মাসে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল খুশদিলের। পাঁচ বছরে মাত্র ১৪টি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। ২০২৩ সালের অক্টোবর মাসের পর থেকে পাকিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটে সুযোগ পাননি খুশদিল। সেই কারণেই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেয়ে অবাক হয়েছেন তিনি।