Advertisement
৩০ এপ্রিল ২০২৪
PCB on Jay Shah

জয় শাহের মন্তব্যে রাগে ফুঁসছে পাকিস্তান, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুমকি পাক বোর্ডের কর্তাদের

জয় শাহ এক তরফা ভাবে এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে দেওয়ার কথা বলায় বিস্মিত পিসিবি কর্তারা। আইসিসির সভায় বিষয়টি তুলতে চান তাঁরা। প্রয়োজনে এসিসি থেকে বেরিয়ে যাবে পাকিস্তান।

জয়ের মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা।

জয়ের মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ২২:৩৯
Share: Save:

এশিয়া কাপ খেলতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে না গেলে এক দিনের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেবে তারা। বিসিসিআই সচিব জয় শাহের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা হুমকি উড়ে এল সীমান্তের ওপার থেকে। হুমকি দিলেন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ় রাজা।

মঙ্গলবার জয় বলেছেন, ‘‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। বরং এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’’ তাঁর এই মন্তব্যে ক্ষোভ তৈরি হয়েছে পাকিস্তানের ক্রিকেট মহলে। প্রাক্তন ব্যাটার সইদ আনোয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন। তার পরেই ভারতীয় বোর্ডকে পাল্টা হুমকি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সিনিয়র সদস্য বলেছেন, ‘‘পিসিবি কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কঠিন ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। সকলেই জানে আইসিসি এবং এসিসির প্রতিযোগিতাগুলিতে কিছু বাণিজ্যিক দায় থাকে। বহু দলীয় প্রতিযোগিতাগুলিতে পাকিস্তান-ভারত খেলা না হলে বিপুল আর্থিক ক্ষতি হবে।’’

উল্লেখ্য, ভারত বহু দলীয় প্রতিযোগিতাগুলিতে পাকিস্তানের সঙ্গে খেললেও ২০০৮ সালের পর ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে খেলেনি। পাকিস্তান শেষ বার ভারত সফরে এসেছিল ২০১২ সালে সাদা বলের ক্রিকেট খেলতে। পিসিবির এক মুখপাত্র বলেছেন, ‘‘এখনই আমরা কোনও মন্তব্য করতে চাই না। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। আগামী মাসে মেলবোর্নে আইসিসির বোর্ড মিটিংয়ে যথাযথ ভাবে বিষয়টি তুলব আমরা।’’ পিসিবি কর্তারা বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন। ২০২৩ সালের এশিয়া কাপ প্রায় এক বছর দেরি। এখনই কেন এ ব্যাপারে জয় মন্তব্য করতে গেলেন, তা বুঝতে পারছেন না তাঁরা। পিসিবির এক কর্তা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘‘আমরা বুঝতে পারছি না জয় কী করে এক তরফা ভাবে প্রতিযোগিতা সরিয়ে নেওয়ার কথা বলতে পারেন। পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে এসিসির এক্সিকিউটিভ বোর্ড। এসিসি সভাপতি দেননি। জয় কী ভাবে এমন কথা বলছেন?’’

বিসিসিআই সচিবের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এসিসিকে কড়া চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তারা ভারতীয় বোর্ডের কথা মতো চললে কঠোরতম পদক্ষেপ করতেও প্রস্তুত তাঁরা। প্রয়োজনে এসিসি থেকে বেরিয়ে যাওয়ার পথ খোলা রেখে এগোতে চান পিসিবি কর্তারা। এক পাক ক্রিকেট কর্তা বলেছেন, ‘‘দরকারে আমরা এসিসি থেকে বেরিয়ে আসার কথা ভাবব। পিসিবি বিশ্বাস করে এসিসি গঠিত হয়েছিল, বিশ্বের এই অঞ্চলে ক্রিকেটের উন্নতি এবং প্রসারের জন্য। সদস্য দেশগুলির মধ্যে একতা গড়ে তোলার জন্য। এসিসি সভাপতি কি কোনও এক তরফা মত দিতে পারেন? এমন হলে তো পাকিস্তানের থাকার কোনও প্রয়োজনই নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE