আউটের আবেদন হাসানের। —ফাইল চিত্র
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট শুরু হতে বাকি এখনও দু’সপ্তাহ। সেই সিরিজের আগে নিজেদের মধ্যে ম্যাচ খেলছে পাকিস্তান। পিণ্ডি স্টেডিয়ামে সেই ম্যাচে পাক পেসার হাসান আলি ঘটালেন অদ্ভুত কাণ্ড। আম্পায়ারের হাত ধরে আঙুল তুলে আউট চাইলেন তিনি।
ব্যাটার সলমন আলি আঘাকে বল করছিলেন হাসান। তাঁর বল সলমনের পায়ে লাগতে এলবিডব্লিউ চান পাক পেসার। কিন্তু আম্পায়ার রাজি হননি। তখনই হাসানকে দেখা যায় আম্পায়ারের হাত ধরে তাঁর আঙুল তোলার চেষ্টা করছেন। এমন কাণ্ড ঘটিয়ে দু’জনেই হাসতে থাকেন। মজা করেই হাসান আম্পায়ারের থেকে এই ভাবে আউট চাইছিলেন।
শ্রীলঙ্কা সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা দলে খুব বেশি পরিবর্তন করা হয়নি। শুধু বাদ গিয়েছেন জাহিদ মাহমুদ এবং সাজিদ খান। দলে আনা হয়েছে সরফরাজ আহমেদ, নাসিম শাহ এবং সলমন আঘাকে। দলে রয়েছেন ইয়াসির শাহ। ২০১৫ সালের সিরিজে তাঁর দাপটেই শ্রীলঙ্কাকে হারিয়েছিল পাকিস্তান। সেই সিরিজে ২৪টি উইকেট নিয়েছিলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy