Advertisement
২০ এপ্রিল ২০২৪
Hasan Ali

Hasan Ali: আম্পায়ার আউট দেননি, জোর করে আঙুল তুলে দেওয়ার চেষ্টা পাকিস্তান পেসারের

আউট দিতেই হবে। এমন দাবি নিয়েই আম্পায়ারের হাত ধরে টানাটানি করলেন পাকিস্তানের পেসার হাসান আলি। পুরোটাই নিছক মজার ছলে।

আউটের আবেদন হাসানের।

আউটের আবেদন হাসানের। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ১০:৫২
Share: Save:

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট শুরু হতে বাকি এখনও দু’সপ্তাহ। সেই সিরিজের আগে নিজেদের মধ্যে ম্যাচ খেলছে পাকিস্তান। পিণ্ডি স্টেডিয়ামে সেই ম্যাচে পাক পেসার হাসান আলি ঘটালেন অদ্ভুত কাণ্ড। আম্পায়ারের হাত ধরে আঙুল তুলে আউট চাইলেন তিনি।

ব্যাটার সলমন আলি আঘাকে বল করছিলেন হাসান। তাঁর বল সলমনের পায়ে লাগতে এলবিডব্লিউ চান পাক পেসার। কিন্তু আম্পায়ার রাজি হননি। তখনই হাসানকে দেখা যায় আম্পায়ারের হাত ধরে তাঁর আঙুল তোলার চেষ্টা করছেন। এমন কাণ্ড ঘটিয়ে দু’জনেই হাসতে থাকেন। মজা করেই হাসান আম্পায়ারের থেকে এই ভাবে আউট চাইছিলেন।

হাসান আলির জোর করে আউট চাওয়া।

শ্রীলঙ্কা সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা দলে খুব বেশি পরিবর্তন করা হয়নি। শুধু বাদ গিয়েছেন জাহিদ মাহমুদ এবং সাজিদ খান। দলে আনা হয়েছে সরফরাজ আহমেদ, নাসিম শাহ এবং সলমন আঘাকে। দলে রয়েছেন ইয়াসির শাহ। ২০১৫ সালের সিরিজে তাঁর দাপটেই শ্রীলঙ্কাকে হারিয়েছিল পাকিস্তান। সেই সিরিজে ২৪টি উইকেট নিয়েছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE