Advertisement
৩০ নভেম্বর ২০২৩
Hasan Ali

Pakistan Cricket: সবাই ভেবেছিল আমি পাকিস্তানের হয়ে খেলার অযোগ্য, মুখ খুললেন ক্যাচ ফস্কানো সেই পাক পেসার

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়। সেই হারের অন্যতম কারণ ছিল অস্ট্রেলিয়া ইনিংসের ১৯তম ওভারে পাক পেসার হাসান আলির হাত থেকে ম্যাথু ওয়েডের ক্যাচ ফস্কে যাওয়া। ওয়েডের ব্যাটেই ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া।

কে বললেন এমন কথা

কে বললেন এমন কথা ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১১:১৫
Share: Save:

গত বছর টি২০ বিশ্বকাপে স্বপ্নের ক্রিকেট খেলেছিল পাকিস্তান। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়। সেই হারের অন্যতম কারণ ছিল অস্ট্রেলিয়া ইনিংসের ১৯তম ওভারে পাক পেসার হাসান আলির হাত থেকে ম্যাথু ওয়েডের ক্যাচ ফস্কে যাওয়া। ওয়েডের ব্যাটেই ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। ম্যাচের পরে পাকিস্তানের সমর্থকরা খলনায়ক বানিয়েছিলেন হাসানকে। তাঁরও মনে হত, তিনি হয়তো পাকিস্তানের হয়ে খেলার যোগ্য নন।
এখন ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি খেলছেন হাসান। সেখানে বসেই টি২০ বিশ্বকাপের সেই ম্যাচের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সেমিফাইনালের ওই ক্যাচ ছাড়া আমার কাছে দুঃস্বপ্নের মতো ছিল। বেশ কয়েক রাত ঘুমোতে পারিনি। বুঝেই উঠতে পারিনি কী ভাবে ওই ক্যাচ ফস্কালাম। কারণ বিশ্বকাপের আগে ফিল্ডিংয়ে আমরা খুব পরিশ্রম করেছিলাম। তাই সেটা মেনে নেওয়া আমার পক্ষে খুব কষ্টকর ছিল।’’

দেশের মানুষ সমালোচনা করায় তাঁর বেশি কষ্ট হয়েছিল বলে জানিয়েছেন হাসান। তিনি বলেন, ‘‘আমার দেশের মানুষ আমাকে ঘৃণা করতে শুরু করেছিল। তাই আমার বেশি কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি হয়তো পাকিস্তানের হয়ে খেলার যোগ্য নই। যদি ক্যাচটা ধরতাম তা হলে হয়তো গল্পটা সম্পূর্ণ আলাদা হত।’’

সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে তাঁর অনেক সময় লেগেছিল বলেও জানিয়েছেন পাকিস্তানের ডান হাতি পেসার। হাসান বলেন, ‘‘পেশাদার ক্রিকেটার হওয়ায় সেই পরিস্থিতি থেকে আমাকে বেরিয়ে আসতে হত। কিন্তু সেটা করতে অনেক সময় লেগেছিল। কারণ অনুশীলনের সময় আমি হয়তো ৫০০ ক্যাচ ধরেছিলাম। কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তা হাতছাড়া হয়। এই দুঃখ আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE