Advertisement
২৩ এপ্রিল ২০২৪
pakistan

T20 World Cup 2021: আফগানিস্তানকে হারিয়ে তাদেরই শুভেচ্ছা জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের বিরুদ্ধে শুরুতে দ্রুত চার উইকেট হারানোর পরেও ১৪৭ রান তুলে নেয় আফগানিস্তান।

ইমরানের প্রশংসা।

ইমরানের প্রশংসা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১৫:৪৫
Share: Save:

টি২০ বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানকে হারিয়েই সেমিফাইনালের রাস্তা সহজ করল পাকিস্তান। জিতে উঠে রশিদ খানদের দলকেই শুভেচ্ছা জানালেন ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান প্রধানমন্ত্রীর মতে ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে দুর্দান্ত উন্নতি করেছে আফগানিস্তান।

আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে দেয় পাকিস্তান। ইমরান টুইট করে লেখেন, ‘পাকিস্তান দলকে শুভেচ্ছা। আফগানিস্তান দারুণ ক্রিকেট খেলল। আন্তর্জাতিক ক্রিকেটে কোনও দেশকে এত তাড়াতাড়ি উন্নতি করতে দেখিনি। দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ওরা। এরকম লড়াইয়ের শক্তি এবং প্রতিভা নিয়ে আফগানিস্তানের ভবিষ্যৎ উজ্জ্বল।’

পাকিস্তানের বিরুদ্ধে শুরুতে দ্রুত চার উইকেট হারানোর পরেও ১৪৭ রান তুলে নেয় আফগানিস্তান। লড়াই করার মতো রান তুলে ফেলেন মহম্মদ নবিরা। বল করতে নেমে পাকিস্তানকে বেশ চাপে ফেলে রশিদরা। চার ওভারে ২৬ রান দিয়ে দুই উইকেট নেন রশিদ। ১৯তম ওভারে চারটি ছয় মেরে পাকিস্তানকে জেতান আসিফ আলি।

ছন্দে থাকা পাকিস্তানকে প্রায় হারিয়ে দিয়েছিল আফগানিস্তান। ভারত, নিউজিল্যান্ডকে দাপটের সঙ্গে হারানো পাকিস্তানের আর একটু হলে পা কাটছিল আফগানিস্তানের ‘পচা শামুকে’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE