Advertisement
২৪ এপ্রিল ২০২৪
PCB

Misbah-ul-Haq: পাক ক্রিকেটের কাঠামো এবং প্রাধান্য বদল চান জাতীয় দলের কোচ

মিসবার মতে, ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়ে পিসিবি পরীক্ষা নিরীক্ষা করতেই পারে। তাতে ক্ষতি হবে না। মুখ বদলে খেলাটার কোনও পরিবর্তন হয় না।

মিসবা উল হক।

মিসবা উল হক। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ২০:৩১
Share: Save:

পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্বাধীনতা নিয়ে আগেই সোচ্চার হয়েছেন সে দেশের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। এবার পাকিস্তান ক্রিকেটের কাঠামো এবং প্রাধান্য পরিবর্তনের কথা বললেন আরও এক প্রাক্তন অধিনায়ক তথা জাতীয় দলের কোচ মিসবা উল হক।

সম্প্রতি পাকিস্তানের শাসন ক্ষমতার বদল হয়েছে। সে দেশের ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়িয়ে রয়েছে ছত্রে ছত্রে। বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান প্রধানমন্ত্রীর কুর্শি থেকে সরতেই সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। পাকিস্তানের জাতীয় দলের কোচ মিসবাও পরিবর্তনের কথা বলেছেন। তিনি বলেছেন, ‘‘শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বদল হলেই দেশে খেলাটার কোনও পরিবর্তন হবে না।’’ একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিসবা বলেছেন, ‘‘যে ভাবে আমাদের ক্রিকেটীয় কাঠামো পরিচালনা করা হয়, তার পরিবর্তন দরকার। আমাদের প্রাধান্যগুলিও পরিবর্তন করতে হবে।’’

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নেওয়া পরিকল্পনাগুলির কোনও সুফল পাকিস্তান ক্রিকেটে দেখা যায়নি বলেই মনে করেন মিসবা। তিনি বলেছেন, ‘‘তিন বছর হয়ে গেল ক্রিকেট বা অন্য কোনও খেলায় বিভিন্ন বিভাগ এবং প্রতিষ্ঠানগুলির কোনও ভূমিকা নেই। কিন্তু এখনও পর্যন্ত আমরা কী অর্জন করতে পেরেছি? ঘরোয়া ক্রিকেটের জন্য এখন প্রদেশ ভিত্তিক সংস্থা তৈরি করে দল গঠন করা হচ্ছে। এটা প্রশাসনিক জটিলতা বৃদ্ধি ছাড়া আর কিছুই করেনি।’’

পাকিস্তানের জাতীয় দলের কোচের মতে, ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়ে পিসিবি পরীক্ষা নিরীক্ষা করতেই পারে। তাতে বিশেষ কোনও ক্ষতি হবে না। এত দিন ধরে যে ক্রিকেটীয় কাঠামো চলে আসছে সেটা তখনই বাতিল করা উচিত, যখন নতুন ব্যবস্থায় কিছু লাভ হবে। তাঁর মতে, ক্রিকেট বোর্ডে মুখ বদলে খেলাটার কোনও পরিবর্তন হয় না।

মিসবা বলেছেন, ‘‘যেই চেয়ারম্যান হোন তাঁর ক্রিকেট পরিচালনা নিয়ে লক্ষ্য থাকতে হবে। কে চেয়ারম্যান হল এটা গুরুত্বপূর্ণ নয়। পদ্ধতির পরিবর্তনই আসল কথা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PCB misbah-ul-haq Pakistan Cricket shahid afridi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE