বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে। ফলে সুবিধা পাবেন পেসারেরা। শুক্রবার থেকে হেডিংলেতে শুরু হতে চলা প্রথম টেস্টে কোন ১১ জনকে খেলানো হবে সেটাই এখন ভারতীয় দলের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। তিন নম্বরে কে নামবেন? চার পেসার না দুই স্পিনার, কোন বোলিং আক্রমণ দেখা যাবে? হেডিংলেতে শুভমন গিলদের প্রথম একাদশে কারা খেলবেন তা খুঁজে দেখল আনন্দবাজার ডট কম।
১) যশস্বী জয়সওয়াল— দলের ওপেনার। গত কয়েকটা সিরিজ়ে রোহিত শর্মার সঙ্গে তিনিই খেলেছেন। ইংল্যান্ডেও তাঁর খেলা পাকা। ভাল শুরুর জন্য যশস্বীর উপর অনেকটাই নির্ভর করছে ভারত।
২) লোকেশ রাহুল— দলের প্রয়োজনে যে কোনও জায়গায় খেলেছেন রাহুল। রোহিত ও বিরাট কোহলির অবর্তমানে তিনি দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার। তাই তাঁর উপরেই থাকবে ওপেন করার দায়িত্ব।
৩) অভিমন্যু ঈশ্বরন— দীর্ঘ দিন ধরে ভারতের টেস্ট দলের সঙ্গে ঘুরছেন। ভারত ‘এ’ দলের নেতৃত্বও দেন। কিন্তু এখনও অভিষেক হয়নি। ইংল্যান্ড সফরের আগে প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন অভিমন্যু ঈশ্বরন। বাংলার এই ক্রিকেটারের অভিষেক হতে পারে হেডিংলেতে। তিন নম্বরে তাঁকে খেলানো হতে পারে।
৪) শুভমন গিল— চার নম্বরে বিরাট কোহলির জায়গায় যে অধিনায়ক শুভমন খেলবেন তা আগেই জানা গিয়েছে। মিডল অর্ডারের দায়িত্ব থাকবে তাঁর কাঁধে।
৫) ঋষভ পন্থ— দলের সহ-অধিনায়ক। একার কাঁধে ম্যাচের রং বদলে ফেলতে পারেন। আইপিএল ভাল যায়নি। কিন্তু লাল বলের ক্রিকেটে আগ্রাসী ব্যাটিং দেখা যেতে পারে পন্থের ব্যাটে।
৬) করুণ নায়ার— আট বছর পর আবার ভারতের টেস্ট দলে ফিরেছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করেছেন। কাউন্টি খেলারও অভিজ্ঞতা রয়েছে। শুভমনের পর তাঁর কাঁধে থাকবে দায়িত্ব।
আরও পড়ুন:
৭) রবীন্দ্র জাডেজা— দলের একমাত্র স্পিনার। মেঘলা পরিবেশে খেলা হওয়ায় বাড়তি স্পিনার খেলাবেন না গৌতম গম্ভীরেরা। স্পিনের পাশাপাশি ব্যাটার জাডেজাকেও তাঁদের দরকার।
৮) শার্দূল ঠাকুর— পেসার অলরাউন্ডার হিসাবে প্রথম একাদশে ঢোকার লড়াই শার্দূল ঠাকুর ও নীতীশ রেড্ডির। নীতীশ গত অস্ট্রেলিয়া সফরে নজর কেড়েছিলেন। শার্দূল অনেক দিন পরে সুযোগ পেয়েছেন। কিন্তু প্রস্তুতি ম্যাচে ভাল খেলেছেন তিনি। পাশাপাশি ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই চতুর্থ পেসার হিসাবে শার্দূলের খেলার সম্ভাবনা বেশি।
৯) জসপ্রীত বুমরাহ— দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন তিনি। পাঁচটা টেস্টে তাঁকে দেখা যাবে না। কিন্তু হেডিংলেতে প্রথম টেস্টে তিনি খেলবেন।
১০) মহম্মদ সিরাজ— এই সিরিজ়ে মহম্মদ শামি নেই। তাই বুমরাহের পাশাপাশি অভিজ্ঞ সিরাজ়কে প্রথম একাদশে দেখা যাবে। ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা তাঁরও রয়েছে।
১১) প্রসিদ্ধ কৃষ্ণ— দীর্ঘ দিন পর ভারতীয় দলে ফিরেছেন। প্রস্তুতি ম্যাচে ভাল বল করেছেন। বাঁহাতি অর্শদীপ সিংহ থাকলেও তৃতীয় বিশেষজ্ঞ পেসার হিসাবে প্রসিদ্ধই খেলবেন।