দিল্লি ক্যাপিটালস-পঞ্জাব কিংস ম্যাচে তৃতীয় আম্পায়ারের একটি সিদ্ধান্ত মানতে পারছেন না প্রীতি জ়িন্টা। রেগে লাল বলিউড অভিনেত্রী। সমাজমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। পঞ্জাব কিংসের অন্যতম কর্ণধারের মতে, আম্পায়ারের একটি ভুলের বড় মূল্য দিতে হতে পারে তাঁর দলকে।
ঘটনাটি শনিবার পঞ্জাবের ইনিংসের ১৫তম ওভারের। মোহিত শর্মার বলে ছক্কা মারার চেষ্টা করেছিলেন পঞ্জাবের শশাঙ্ক সিংহ। বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডার ছিলেন করুণ নায়ার। তিনি বল ধরলেও জানিয়ে দেন, তাঁর পা বাউন্ডারি লাইন ছোঁয়ায় ছয় হয়েছে। এর পর মাঠের আম্পায়ারেরা সাহায্য চান তৃতীয় আম্পায়ারের। তিনি টেলিভিশন রিপ্লে দেখে নিশ্চিত হতে পারেননি। করুণ বল ধরার সময় তাঁর পা বাউন্ডারি লাইন ছুঁয়েছে, এমন কিছু দেখা যায়নি রিল্পেতে। তাই তৃতীয় আম্পায়ার ছয় না দিয়ে পঞ্জাবকে খুচরো এক রান দেওয়ার সুপারিশ করেন। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বলিউড অভিনেত্রী।
আম্পায়ারিং নিয়ে ক্ষুব্ধ, হতাশ প্রীতি। করুণ নিজে ছয় হয়েছে বলার পরেও কেন তাঁর কথা শোনা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমাজমাধ্যমে প্রীতি লিখেছেন, ‘‘আইপিএলের মতো বড় প্রতিযোগিতা। আম্পায়ারদের সুবিধার জন্য নানা প্রযুক্তি ব্যবহার করা হয়। তার পরও এমন ভুল গ্রহণযোগ্য নয়। এ রকম হওয়া উচিত নয়। খেলা শেষ হওয়ার পর নিজে করুণের সঙ্গে কথা বলেছি। তখনও করুণ আমাকে বলে, ছয়ই হয়েছিল। আমার আর কিছু বলার নেই।’’
করুণ বিশ্বাস করেন, তিনি বলটি ঠিক মতো আটকাতে পারেননি। বল তাঁর হাতে থাকার সময়ই পা বাউন্ডারি লাইন ছুঁয়ে ফেলেছিল। তার পরও তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত পঞ্জাব শিবিরের মতো তাঁকেও বিস্মিত করে।
আরও পড়ুন:
আইপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পঞ্জাবের ১৩ ম্যাচে সংগ্রহ ১৭। শনিবার দিল্লির বিরুদ্ধে জিতলে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকতেন তাঁরা। তাতে প্রথম কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় থাকত পঞ্জাব। উল্লেখ্য, দিল্লির কাছে ৬ উইকেটে হেরেছে পঞ্জাব। শ্রেয়সদের ৮ উইকেটে ২০৮ রানের জবাবে দিল্লি ১৯.৩ ওভারে ৪ উইকেটে করে ২০৮ রান। শ্রেয়সেরা পাঁচ রান বেশি করলে জিততেনই, তার নিশ্চয়তা ছিল না।