Advertisement
১১ মে ২০২৪
Pakistan Cricket Board

খুনের হুমকি দেওয়া হয়েছিল! দায়িত্ব থেকে সরতেই রামিজ়ের নিশানায় পাকিস্তানের নতুন বোর্ড

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রামিজ় রাজাকে। তার পরেই নতুন কমিটিকে দুষেছেন তিনি। কী বলেছেন পাক ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান?

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রামিজ় রাজাকে। তার পরে নতুন বোর্ডকে নিশানা করেছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রামিজ় রাজাকে। তার পরে নতুন বোর্ডকে নিশানা করেছেন তিনি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ১৪:৫০
Share: Save:

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার পরেই নতুন বোর্ডকে নিশানা করলেন রামিজ় রাজা। তাঁর অভিযোগ, জোর করে তাঁকে বার করে দেওয়া হয়েছে। দায়িত্বে থাকার সময় খুনের হুমকি পেয়েছিলেন বলেও দাবি করেছেন রামিজ়।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমে রামিজ় বলেছেন, ‘‘আমাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সেই কারণেই আমি বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতাম। নিজের জন্য সেই গাড়ি কিনিনি। এখনও সেই গাড়ি পাকিস্তান ক্রিকেট বোর্ডের দফতরে রয়েছে। নাজ়ম (বোর্ডের নতুন চেয়ারম্যান) চাইলে সেটা ব্যবহার করতেই পারে।’’

কিন্তু তাঁকে কে বা কারা হুমকি দিয়েছিলেন সেই বিষয়ে মুখ খোলেননি রামিজ়। তিনি বলেছেন, ‘‘আমি এই বিষয়ে বেশি কিছু বলতে পারব না। শুধু এটুকুই বলব যে, ২০২২ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়া যখন আমাদের দেশে খেলতে এসেছিল তখন আমি হুমকি পেয়েছিলাম। আমি অভিযোগ করেছিলাম। পুলিশের ডিআইজি আমার বাড়িতে এসেছিলেন। তার পরেই আমাকে বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হয়েছিল। নইলে কেন দেবে।’’

শাহবাজ় শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পরেই একটি নোটিস দিয়ে সরিয়ে দেওয়া হয় রামিজ়কে। তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান করা হয় নাজ়ম শেঠিকে। দায়িত্ব থেকে সরে যাওয়ার পরে বর্তমান বোর্ডকে দুষেছেন রামিজ। তিনি বলেছেন, ‘‘আগে থেকে আমাকে কিছু জানানো হয়নি। হঠাৎ ১০-১২ জন আমার ঘরে ঢুকে ধাক্কা মেরে বার করে দেয়। আমার জিনিসপত্রও নিতে দেওয়া হয়নি।’’

অন্য দিকে দায়িত্ব নেওয়ার পরে নাজ়ম অভিযোগ করেছেন রামিজ় ও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান মিলে পাক ক্রিকেট বোর্ডকে শেষ করে দিয়েছেন। শূন্য থেকে শুরু করতে হচ্ছে তাঁদের। রাতে ঘুম আসছে না বলে জানিয়েছেন নাজ়ম। আগের সব কমিটিকে বরখাস্ত করে দিয়েছেন তিনি। অন্তর্বর্তী নির্বাচক কমিটি তৈরি করা হয়েছে। সেখানে রয়েছেন পাকিস্তানের তিন প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি, আব্দুল রজ্জাক ও ইফতিকার অঞ্জুম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE