Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Abishek Porel

Abishek Porel: ৭৩ রান করে বাংলাকে লড়াইয়ে রেখেও খুশি হতে পারছেন না অভিষেক

বরোদার বিরুদ্ধে অভিষেক ম্যাচে অর্ধশতরান করে বাংলাকে জিতিয়েছিলেন অভিষেক। দ্বিতীয় ম্যাচেও অর্ধশতরান করলেন তিনি। প্রথম দিনের শেষে কটক থেকে আনন্দবাজার অনলাইনকে অভিষেক বললেন, “এই ম্যাচেও পিচ সবুজ ছিল। মধ্যাহ্নভোজের পর ব্যাটারদের জন্য কিছুটা সহজ হয়ে গিয়েছিল পিচ।” 

অভিষেক পোড়েল।

অভিষেক পোড়েল। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৭
Share: Save:

রঞ্জিতে প্রথম দিনে ২৪২ রানে শেষ বাংলা। অভিষেক পোড়েলের ৭৩ রান না থাকলে এই রান তোলাও কঠিন হয়ে যেত বাংলার পক্ষে। তবু খুশি হতে পারছেন না তরুণ উইকেটরক্ষক। আরও বড় ইনিংস দলের প্রয়োজন ছিল বলে মনে করছেন তিনি।

৬২ বলে ৭৩ রান করেন অভিষেক। ইনিংস শেষে তিনি বলেন, “আমি ইতিবাচক খেলা খেলতে চেয়েছি। যা অনুশীলন করেছি সেটাই ম্যাচে করার চেষ্টা করেছি। দলের জন্য আরও বড় ইনিংস দরকার ছিল। সেটা করতে পারিনি বলে খারাপ লাগছে। যে বলে আউট হয়েছি ওটা বুঝতে অসুবিধা হয়েছিল। পরে ব্যাট করতে এসে আগের ম্যাচেও রান করেছি, তাই এ দিন কোনও চাপ ছিল না আমার উপর।”

বরোদার বিরুদ্ধে অভিষেক ম্যাচে অর্ধশতরান করে বাংলাকে জিতিয়েছিলেন অভিষেক। দ্বিতীয় ম্যাচেও অর্ধশতরান করলেন তিনি। প্রথম দিনের শেষে কটক থেকে আনন্দবাজার অনলাইনকে অভিষেক বললেন, “এই ম্যাচেও পিচ সবুজ ছিল। মধ্যাহ্নভোজের পর ব্যাটারদের জন্য কিছুটা সহজ হয়ে গিয়েছিল পিচ।”

অভিষেকের আক্ষেপ রয়ে গেল আরও বড় রান করতে না পারায়। দিনের শেষে হায়দরাবাদের স্কোর ১৫/২। বাংলা এগিয়ে রয়েছে ২২৭ রানে। দ্বিতীয় দিন শুরু থেকেই উইকেট নিতে চাইবে বাংলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abishek Porel Ranji Trophy bengal cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE