রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের জন্য ২২ জনের দল বেছে নিয়েছে বাংলা। ঝাড়খণ্ডের বিরুদ্ধে নামার আগে যে দলকে নিয়ে স্বপ্ন দেখছেন কোচ অরুণ লাল। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন মনে করছেন সকলে নিজেদের সেরাটা দেবেন দলকে সেমিফাইনালে তুলতে।
কোয়ার্টার ফাইনালের জন্য যে দল বেছে নেওয়া হয়েছে সেখানে নতুন সংযোজন মহম্মদ শামির ভাই মহম্মদ কইফ। দলে নেওয়া হয়েছে অঙ্কিত মিশ্র এবং কৌশিক ঘোষকেও। তাঁদের দলে আসা নিয়ে অভিমন্যু আনন্দবাজার অনলাইনকে বললেন, “ক্লাব ক্রিকেট এবং বয়স ভিত্তিক খেলায় দুর্দান্ত খেলার ফলেই দলে জায়গা করে নিয়েছে অঙ্কিতরা। আশা করছি বাংলার হয়েও ভাল খেলবে।” অরুণ লাল বললেন, “যে দল বেছে নেওয়া হয়েছে তা নিয়ে আমরা খুশি। আশা করছি খুব ভাল খেলবে সকলে।”
আইপিএল খেলতে ব্যস্ত ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়, আকাশ দীপ এবং শাহবাজ আহমেদ। ক্লাব ক্রিকেট চলছে ময়দানে। এমন অবস্থায় সকলে মিলে এক সঙ্গে অনুশীলন করার খুব একটা সুযোগ পাওয়া যাবে না বলেই মনে করছেন কোচ। অরুণ বললেন, “বাংলার ছ’জন ক্রিকেটার আইপিএলে খেলছে। অনেকে ক্লাব ক্রিকেট খেলতে ব্যস্ত। এমন অবস্থায় সকলকে এক সঙ্গে পাওয়া মুশকিল। আমরা তো বেঙ্গালুরুতে আগেই চলে যাচ্ছি। ওখানেই অনুশীলন হবে।” অভিমন্যু বললেন, “বেঙ্গালুরুতে দু’টি অনুশীলন ম্যাচ খেলব আমরা। ওখানেই গোটা দলকে এক সঙ্গে পাওয়া যাবে। অনুশীলন ওখানেই হবে। এখানে যেমন সুযোগ পাওয়া যাবে সেই অনুযায়ী অনুশীলন করা হবে।”