১৭ বছর পর আইপিএল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিয়ম অনুযায়ী পরের বছর আইপিএলের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল হওয়ার কথা বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু বদলে দিয়েছে সব কিছু। পরের বছর থেকে আর বেঙ্গালুরুতে আইপিএলের ম্যাচ না-ও খেলতে পারে আরসিবি। বদলে যেতে পারে বিরাট কোহলিদের ঘরের মাঠ।
গত বছর বেঙ্গালুরুর ট্রফিজয়ের উৎসবে শামিল হতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন ১১ জন। ক্রিকেটারদের দেখা এবং মাঠে ঢোকার হুড়োহুড়িতে মাটিতে পড়ে যান অনেকে। স্টেডিয়ামে যত দর্শক ধরে, তার অন্তত দশ গুণ লোক হাজির হয়েছিলেন। প্রশ্ন উঠেছিল পুলিশ এবং আরসিবি-র ভূমিকা নিয়েও।
‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে, পরের বছর আরসিবি ঘরের মাঠের সব ম্যাচ খেলতে পারে পুণের গাহুনজে স্টেডিয়ামে। পদপিষ্টকাণ্ডে ১১ জনের মৃত্যুর পর চিন্নাস্বামী স্টেডিয়ামের ব্যবস্থাপনা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। ফলে ওই স্টেডিয়ামে এখনই আইপিএলের কোনও ম্যাচ হয়তো হবে না। মহিলাদের বিশ্বকাপের ফাইনাল বেঙ্গালুরুতে হওয়ার কথা থাকলেও তা সরিয়ে দেওয়া হয়। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচও বেঙ্গালুরু পাচ্ছে না।
মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব কমলেশ পাই বলেছেন, “পুণেতে আরসিবি-র ম্যাচ আয়োজনের ব্যাপারে আলোচনা চলছে। তবে চূড়ান্ত হয়নি কিছু। কর্নাটকে ওদের একটা সমস্যা আছে। ওখানে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। তাই ওরা চাইছে অন্য কোনও মাঠে খেলতে। আমরা আমাদের স্টেডিয়ামে খেলার প্রস্তাব ওদের কাছে রেখেছি। প্রাথমিক কথাবার্তা হয়েছে। কিছু টেকনিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা এখনও বাকি। যদি সব ঠিকঠাক থাকে তা হলে পুণেতেই বেঙ্গালুরুর সব ম্যাচ হবে।”
আরও পড়ুন:
পুণেতে আইপিএলের ম্যাচ নতুন নয়। অতীতে সহারা পুণে ওয়ারিয়র্স গাহুনজে স্টেডিয়ামেই নিজেদের মাঠে খেলত। মাঝে চেন্নাইয়ে জলসমস্যার কারণে চেন্নাই সুপার কিংসও কিছু ম্যাচ পুণেতে খেলেছিল। এ ছাড়া বেশ কয়েক বার অন্যান্য দল পুণেতে গিয়ে ম্যাচ খেলেছে। তবে গত কয়েকটি আইপিএলে কোনও ম্যাচ পুণেতে হয়নি।