Advertisement
E-Paper

আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম এক দিনের ম‍্যাচ, অস্ট্রেলিয়া সিরিজ়ে কী কী নজির ভাঙতে পারেন কোহলি-রোহিত?

অস্ট্রেলিয়া সফরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। রবিবার থেকে পার্‌থে শুরু এক দিনের সিরিজ়‌। যদি দু’জনেই সিরিজ়ে সফল হন, তা হলে একাধিক নজির ভেঙে দিতে পারেন। সেগুলি কী কী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৮:৪২
Rohit Sharma and Virat Kohli are on the verge of breaking records in Australia series

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া সফরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। রবিবার থেকে পার্‌থে শুরু এক দিনের সিরিজ়‌। সেখানে প্রত্যাবর্তন হবে দুই ক্রিকেটারের। যদি দু’জনেই সিরিজ়ে সফল হন, তা হলে একাধিক নজির ভেঙে দিতে পারেন। সেগুলি কী কী?

১) এক দিনের ক্রিকেটে কুমার সঙ্গকারাকে (১৪,২৩৪) টপকে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হতে আর ৫৪ রান চাই কোহলির (১৪,১৮১)। তাঁর সামনে থাকবেন কেবল সচিন তেন্ডুলকর (১৮,৪২৬)।

২) সাদা বলের ক্রিকেটে সচিন তেন্ডুলকরকে (১৮,৪৩৬) টপকে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে আর ৬৭ রান চাই কোহলির (১৮,৩৬৯)। অবশ্য কোহলি অনেক বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সচিনের থেকে।

৩) আর ৮টি ছয় মারলে এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়বেন রোহিত (৩৪৪)। এই নজির এখন রয়েছে পাকিস্তানের শাহিদ আফ্রিদির (৩৫১)।

৪) রবিবার পার্‌থে খেলতে নামার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০তম ম্যাচ খেলা হয়ে যাবে রোহিতের। ভারতের হয়ে আর চার জন ক্রিকেটারের সব ফরম্যাট মিলিয়ে ৫০০-র বেশি ম্যাচ খেলার নজির রয়েছে। তাঁরা হলেন সচিন (৬৬৪), কোহলি (৫৫০), মহেন্দ্র সিংহ ধোনি (৫৩৮) এবং রাহুল দ্রাবিড় (৫০৯)।

৫) এক দিনের ক্রিকেটে আর ১০ রান করলে এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের দেশে ১০০০ রান হবে রোহিতের। এই নজির আর এক জনেরই রয়েছে। তিনি ওয়েস্ট ইন্ডিজ়ের ভিভ রিচার্ডস (১৯০৫)।

৬) আর একটি শতরান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি শতরান হবে রোহিতের। সে ক্ষেত্রে বিশ্বের নবম ক্রিকেটার এবং তৃতীয় ভারতীয় হিসাবে নজির গড়বেন রোহিত। ভারতের হয়ে এই নজির রয়েছে সচিন (১০০) এবং কোহলির (৮২)।

৭) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে রোহিত এবং কোহলি দু’জনেরই আটটি করে শতরান রয়েছে। সচিনকে (৯) ছোঁয়া বা পেরিয়ে যাওয়ার সুযোগ রয়েছে দু’জনের কাছেই।

৮) আর ৩০০ রান করলে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মালিক হবেন রোহিত। ভারতের হয়ে এই কৃতিত্ব রয়েছে সচিন (৩৪,৩৫৭), কোহলি (২৭,৫৯৯) এবং দ্রাবিড়ের (২৪,২০৮)।

Rohit Sharma Virat Kohli Records India vs Australia 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy