প্রত্যাশা মতো রোহিত শর্মাকে ভারতীয় টি২০ দলের নতুন অধিনায়ক ঘোষণা করল বিসিসিআই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজে তিনিই নেতৃত্ব দেবেন দলকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলীকে।
আগামী ১৭ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু ভারতের। মঙ্গলবার সেই সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে, নেতৃত্ব দেবেন রোহিত। সহ-অধিনায়ক হিসাবে লোকেশ রাহুলের নাম ঘোষণা করা হয়েছে। দলে রাখা হয়নি কোহলীকে। রুতুরাজ গায়কোয়াড়, বেঙ্কটেশ আয়ার, আবেশ খান, হর্ষল পটেলের মতো তরুণদের জায়গা হয়েছে দলে। বিশ্বকাপে দলে না থাকা যুজবেন্দ্র চহালকেও দলে ফেরানো হয়েছে। যদিও শিখর ধবনের জায়গা হয়নি দলে।