Advertisement
০৭ মে ২০২৪
T20 Cricket

Rohit Sharma: প্রত্যাশা মতোই কোহলীর উত্তরসূরি রোহিত, আগামী নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকছেন বিরাট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই রোহিতকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে।

বিশ্বকাপের পরেই টি২০ দলের অধিনায়কত্ব ছেড়েছেন কোহলী

বিশ্বকাপের পরেই টি২০ দলের অধিনায়কত্ব ছেড়েছেন কোহলী ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২১ ২০:১২
Share: Save:

প্রত্যাশা মতো রোহিত শর্মাকে ভারতীয় টি২০ দলের নতুন অধিনায়ক ঘোষণা করল বিসিসিআই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজে তিনিই নেতৃত্ব দেবেন দলকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলীকে।

আগামী ১৭ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু ভারতের। মঙ্গলবার সেই সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে, নেতৃত্ব দেবেন রোহিত। সহ-অধিনায়ক হিসাবে লোকেশ রাহুলের নাম ঘোষণা করা হয়েছে। দলে রাখা হয়নি কোহলীকে। রুতুরাজ গায়কোয়াড়, বেঙ্কটেশ আয়ার, আবেশ খান, হর্ষল পটেলের মতো তরুণদের জায়গা হয়েছে দলে। বিশ্বকাপে দলে না থাকা যুজবেন্দ্র চহালকেও দলে ফেরানো হয়েছে। যদিও শিখর ধবনের জায়গা হয়নি দলে।

গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

টি২০ বিশ্বকাপের শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে বিরাট জানিয়েছিলেন, তাঁর পরে অধিনায়ক হিসাবে রোহিতকেই তাঁর পছন্দ। কোহলীর অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণার পরে প্রাক্তন ক্রিকেটাররাও রোহিতকেই পরবর্তী অধিনায়ক করার পক্ষে নিজেদের ভোট দেন। তাঁদের যুক্তি ছিল, আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে পাঁচ বার ট্রফি জিতেছেন রোহিত। তাই তিনিই কোহলীর যোগ্য উত্তরসূরি হতে পারবেন। অভিজ্ঞ রোহিতের উপরেই আস্থা দেখাল বোর্ড।

ঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, বেঙ্কটেশ আয়ার, যুজবেন্দ্র চহাল, আবেশ খান, হর্ষল পটেল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ঈশান কিশন, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, মহম্মদ সিরাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE