ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু হয়ে গেল রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারিয়ে সুস্থ হয়ে ফেরার প্রক্রিয়া শুরু করলেন দুই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা সিরিজে চোটের কারণে দু’জনেই ছিটকে গিয়েছেন।
শুক্রবার দু’জনকেই অনূর্ধ্ব-১৯ দলের নতুন অধিনায়ক যশ ধুলের সঙ্গে দেখা গিয়েছে। যশ নিজেই সেই ছবি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে অনূর্ধ্ব-১৯ দল এখন এনসিএ-তে বিশেষ শিবিরে রয়েছে।