Advertisement
১৮ মে ২০২৪
Avishek Dalmiya

School cricket: করোনার জন্য দু’বছর বন্ধ থাকার পর শুরু হল স্কুল ক্রিকেট

অভিষেক জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়েছে।

মেয়র্স কাপের উদ্বোধনে মেয়র পারিষদ দেবাশিস কুমার এবং সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।

মেয়র্স কাপের উদ্বোধনে মেয়র পারিষদ দেবাশিস কুমার এবং সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। ছবি: সিএবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ১৯:৩৬
Share: Save:

শুরু হয়ে গেল সিএবি-র স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। শুক্রবার থেকে শুরু হল মেয়র্স কাপ। দুই বছর ধরে বন্ধ ছিল এই প্রতিযোগিতা।

সিএবি প্রধান অভিষেক ডালমিয়া বললেন, “দু’বছর পর তরুণ ক্রিকেটারদের এই প্রতিযোগিতা শুরু করতে পেরে আমরা খুশি। স্কুলের বাচ্চাদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করার ঝুঁকি আগে নিতে পারছিলাম না। এই বছর ৩২টি দলকে নিয়ে এই প্রতিযোগিতা হবে। গত বার যে দলগুলি ভাল খেলেছে তাদের থেকেই এই ৩২টি দল বেছে নেওয়া হয়েছে। প্রত্যেক ক্রিকেটার টিকা পেয়েছে। ভবিষ্যতে আরও বেশি স্কুলকে নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করার চেষ্টা করব।”

অভিষেক জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়েছে। তিনি বললেন, “বাংলা দলে আরও ক্রিকেটার আসার জন্য স্কুল প্রতিযোগিতা খুব গুরুত্বপূর্ণ। কেকেআর এই প্রতিযোগিতায় আগ্রহ দেখানোয় আমরা খুশি। ভবিষ্যতের তারকাদের খুঁজে পাওয়া যাবে এই প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় খেলা ভাল ক্রিকেটারদের নিয়ে কিছু ক্যাম্প হবে যেখানে কেকেআরের সাপোর্ট স্টাফরা উপস্থিত থাকবেন।”

শুক্রবার মেয়র্স কাপের উদ্বোধনে অভিষেক ছাড়াও ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার এবং সিএবি-র অন্য কর্তারা।

প্রথম দিন সেন্ট জেমস এবং সেন্ট জেভিয়ার্স স্কুলের মধ্যে খেলা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Avishek Dalmiya CAB debasish kumar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE