১৮ বছর পর আইপিএল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ট্রফি খরা কাটিয়েছেন বিরাট কোহলিরা। সেই জয়ের তিন মাস পরেই আরসিবি বিক্রির জল্পনা শুরু হয়েছে। এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা না হলেও জানা গিয়েছে, তাড়াতাড়ি দল বিক্রি করতে চাইছে ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। ‘সিএনবিসি টিভি১৮’ এই খবর জানিয়েছে।
ব্রিটেনের এক পানীয় প্রস্তুতকারক সংস্থা ‘দিয়াজিয়ো’-র অংশ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। জানা গিয়েছে, আরসিবি-র বাজারমূল্য তারা রেখেছে ১৭,৭৬২ কোটি টাকা। যদি এই টাকায় দলের হাতবদল হয় তা হলে বিশ্বের অন্যতম মূল্যবান দলগুলির একটা হয়ে উঠবে আরসিবি।
জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই আরসিবি বিক্রি করার কথা ভাবছিল দিয়াজিয়ো। আইপিএল জেতার পর উল্লাস করতে গিয়ে বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। সেই ঘটনার দায় নিতে হয়েছে বেঙ্গালুরুকে। ক্ষতিপূরণ দিতে গিয়ে অনেক খরচ হয়েছে তাদের। পাশাপাশি সমালোচনাও হয়েছে। এই পরিস্থিতিতে আর দল রাখতে চাইছে না দিয়াজিয়ো।
আরও পড়ুন:
চলতি মাসেই দিয়াজিয়ো ভারত-এর এমডি ও সিইও প্রবীণ সোমেশ্বর ‘সিএনবিসি টিভি১৮’-কে বলেন, “আরসিবি-র ব্যবসায়িক লাভ রয়েছে। কিন্তু দিয়াজিয়োর কাছে এটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে।” আইপিএল জেতার পর কোহলিদের দলের বাজারমূল্য বেড়েছে। এই সুযোগটাও নিতে চাইছে দিয়াজিয়ো।
এই প্রথম নয়। এর আগেও আইপিএলের দলের হাতবদল হয়েছে। সিভিসি ক্যাপিটালের কাছ থেকে ৭৫০০ কোটি টাকা খরচ করে গুজরাত টাইটান্সের ৬৭ শতাংশ মালিকানা কিনেছে টরেন্ট গোষ্ঠী। তবে আরসিবি পুরো ১০০ শতাংশ মালিকানা বিক্রি করতে চাইছে।
ভারতে কোভিড সংক্রমণের সময় পুণের সিরাম ইনস্টিটিউটের কর্তা পুনাওয়ালা ছিলেন খবরের শিরোনামে। তাঁর সংস্থা তৈরি করেছিল কোভিডের টিকা ‘কোভিশিল্ড’। সেই টিকা নিয়ে অবশ্য অনেক বিতর্কও হয়েছিল। ২০২৪ সালে পুনাওয়ালার সম্পত্তির পরিমাণ ছিল ১৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। ফলে তাঁর পক্ষে ১৭ হাজার কোটি টাকা খরচ করা কঠিন নয়। এখন দেখার এই জল্পনা বাস্তবে পরিণত হয় কি না।