এ বারের আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক দুরন্ত ফর্মে রয়েছেন। ১১ ম্যাচে ৫০৮ রান করেছেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শুভমন। তাঁর সামনে সুযোগ ছিল বিরাট কোহলির রেকর্ড ভাঙার। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে ৪৩ রানে আউট হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি।
অধিনায়ক হিসাবে একটি আইপিএলে ৫০০-র বেশি রান করার রেকর্ড রয়েছে কোহলির। মাত্র ২৪ বছর ১৮৬ দিনে এই রেকর্ড গড়েছিলেন তিনি। শুভমন অধিনায়ক হিসাবে প্রথম বার আইপিএলে ৫০০ রানের বেশি করলেন। এখন তাঁর বয়স ২৫ বছর ২৪০ দিন। ফলে সবচেয়ে কম বয়সে অধিনায়ক হিসাবে আইপিএলের এক মরসুমে ৫০০-র বেশি রান করার তালিকায় দ্বিতীয় স্থানে রইলেন শুভমন। ১ বছর ৫৪ দিনের জন্য কোহলির রেকর্ড বেঁচে গেল।
আরও পড়ুন:
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুজরাত টাইটান্স ৩ উইকেট ম্যাচ জিতে নেয়। সেই ম্যাচে ৪৬ বলে ৪৩ রান করেন শুভমন। মুম্বই প্রথমে ব্যাট করে ১৫৫ রান করেছিল। জসপ্রীত বুমরাহ এবং ট্রেন্ট বোল্টের দাপটে একটা সময় রান তাড়া করতে নেমে চাপে পড়ে গিয়েছিল গুজরাত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুটা ভাল না হলেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় তারা। ১৮তম ওভারে বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ হয়েছিল। সেই সময় ১২৬ রানে ৬ উইকেট হারিয়েছিল গুজরাত। ডিএলএস নিয়মে সেই সময় ম্যাচ বন্ধ হলে জিতত মুম্বই। কিন্তু খেলা শুরু হয়। এক ওভারে গুজরাতের লক্ষ্য হয় ১৫ রান। রাহুল তেওয়াটিয়া প্রথম বলেই চার মারেন। তৃতীয় বলে জেরাল্ড কোয়েৎজ়ি ছক্কা মারেন। ম্যাচ জিতে নেয় গুজরাত।