ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন শুভমন গিল। ২২ গজে তাঁর পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। ম্যাচের দ্বিতীয় দিন শুভমন আলোচনায় উঠে এলেন অন্য একটি কারণেও। খেলা চলাকালীনই প্রেমের প্রস্তাব পেলেন ভারতীয় দলের অধিনায়ক।
ঘটনাটি দ্বিতীয় দিনের খেলার শুরুর দিকেই। ২২ গজে শুভমন ব্যাট করছিলেন যশস্বী জয়সওয়ালের সঙ্গে। সে সময়ই গ্যালারিতে এক তরুণীর হাতে একটি পোস্টার দেখা যায়। তাতে লাল রঙে লেখা ছিল, ‘‘আই লভ ইউ শুভমন।’’ টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে শুভমনকে প্রেম নিবেদন করা ওই মহিলার পোস্টার। সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
টেস্টের পর ভারতের এক দিনের দলেরও অধিনায়ক হয়েছেন শুভমন। নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পর থেকে ভাল ফর্মে রয়েছেন। বিশেষ করে লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসাবে পাঁচটি শতরান করে ফেললেন শুভমন। অধিনায়ক হিসাবে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের চারটি করে শতরানের নজির টপকে গিয়েছেন। স্পর্শ করেছেন মহেন্দ্র সিংহ ধোনি, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মনসুর আলি খান পটৌদীর পাঁচটি করে শতরানের কীর্তি। যদিও এ দিন যশস্বীর রান আউটের ক্ষেত্রে শুভমনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। খুচরো রান নেওয়ার ‘কল’ ছিল যশস্বীর। তিনি শট মারার পর ‘কল’ করে দৌড়োতে শুরু করেন। পিচের মাঝামাঝি জায়গায় পৌঁছে যাওয়ার পর তাঁকে ফিরে যেতে বলেন শুভমন। তাতে ১৭৫ রানে আউট হয়ে যান যশস্বী। এটুকু বাদ দিলে শনিবার মাঠে শুভমন ছিলেন নিখুঁত।
আরও পড়ুন:
নেতৃত্ব এবং ব্যাট হাতে ধারাবাহিকতায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাঁর জনপ্রিয়তা। দেশের হয়ে খেলতে নেমে প্রকাশ্যে প্রেমের প্রস্তাব পাওয়া সম্ভবত শুভমনের ঊর্ধ্বমুখী জনপ্রিয়তারই প্রতিফলন। শুভমনের সমর্থনে আরও কয়েকটি পোস্টার এ দিন মাঠে দেখা গিয়েছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে প্রেমের প্রস্তাব দেওয়া পোস্টারটিই।