টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর রোহিত শর্মা এবং বিরাট কোহলি এখন শুধু এক দিনের ক্রিকেটে খেলবেন। তবে ২০২৭-এর বিশ্বকাপে তাঁদের পক্ষে খেলা বেশ কঠিন। এমনটাই মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
দু’বছর বাদে এক দিনের বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে এবং নামিবিয়ায়। তার আগে মাত্র ২৭টি এক দিনের ম্যাচ খেলবে ভারত। সব ম্যাচে খেললেও রোহিত-কোহলি বছরে গড়ে ১৫টার বেশি ম্যাচ পাবেন না। সৌরভের মতে, এত কম ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া কঠিন।
পিটিআই-কে সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, “কাজটা সহজ নয়। বছরে মাত্র ১৫টা ম্যাচ। একটা জিনিস বুঝতে হবে, সবার মতো ক্রিকেট খেলাটাও এক দিন রোহিত-কোহলিকে ছেড়ে এগিয়ে যাবে। রোহিত-কোহলিরাও ক্রিকেট থেকে দূরে সরে যাবে।” দুই ক্রিকেটারের জন্য সৌরভের কি কোনও পরামর্শ রয়েছে? ভারতের প্রাক্তন অধিনায়কের জবাব, “আমার কাছে কোনও পরামর্শ নেই। আমি যতটা ক্রিকেট জানি ওরাও ততটাই জানে। ওরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
সৌরভ মেনে নিয়েছেন যে কোহলির মতো ব্যাটার খুঁজে পাওয়া সহজ কাজ নয়। তবে এটাও জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটে তার প্রভাব পড়বে না। সৌরভের কথায়, “আমি চিন্তিত নই। বিরাট জাত ক্রিকেটার। ওর পরিবর্ত খুঁজতে সময় লাগবে। তবে বাকিদের প্রতিভা নিয়ে সন্দেহ নেই।”
আরও পড়ুন:
সৌরভ তুলে ধরেছেন যুবরাজ সিংহের কথা, যিনি সাদা বলের ক্রিকেটে সাফল্য পেলেও টেস্টে ব্যর্থ। সৌরভ বলেছেন, “নাইরোবিতে প্রথম বার যুবরাজকে দেখেই বুঝেছিলাম ও বিশেষ ধরনের ক্রিকেটার। ভারতের হয়ে এক দিনের ক্রিকেটে যা খেলেছে তা অবিশ্বাস্য। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকার, ২০১১ এক দিনের বিশ্বকাপে সেরা ক্রিকেটার। কিন্তু টেস্টে সাফল্য পায়নি। ৩০টার মতো টেস্ট খেলেছে।”