Advertisement
E-Paper

দক্ষিণ আফ্রিকার ভয় জেমাইমাকেই, বুঝিয়ে দিলেন অধিনায়ক উলভার্ট, রবিবার থামিয়ে দিতে চান ১৪০ কোটির গর্জন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করে ভারতকে জিতিয়েছিলেন জেমাইমা রদ্রিগেজ়। ফাইনালে সেই জেমাইমাই ভয় দক্ষিণ আফ্রিকার কাছে। শনিবার অধিনায়ক লরা উলভার্ট জানিয়ে দিয়েছেন, রবিবার নবি মুম্বইকে চুপ করিয়ে দিতে চান তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ২১:৫২
cricket

শনিবার অনুশীলনে ফুটবলে মত্ত জেমাইমা। ছবি: পিটিআই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে অপরাজিত শতরান করে ভারতকে জিতিয়েছিলেন জেমাইমা রদ্রিগেজ়। ফাইনালে সেই জেমাইমাই ভয় দক্ষিণ আফ্রিকার কাছে। শনিবার অধিনায়ক লরা উলভার্ট জানিয়ে দিয়েছেন, জেমাইমার জন্য বিশেষ পরিকল্পনা তৈরি রাখবেন তাঁরা। পাশাপাশি দু’বছর আগে অস্ট্রেলিয়ায় কায়দায় রবিবার নবি মুম্বইকে চুপ করিয়ে দিতে চান তিনি।

সাংবাদিক বৈঠকে জেমাইমার প্রসঙ্গ উঠতেই লরা বলেছেন, “আমরা সবাই দেখেছি জেমাইমা কী ইনিংস খেলেছে। চাপের মুখে ও রকম ইনিংস খেলা সত্যিই অবাক করার মতো। নিশ্চিত ভাবেই ওকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা থাকবে।”

দু’বছর আগে অহমদাবাদে বিশ্বকাপ ফাইনালের আগের দিন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন, তাঁরা এক লক্ষ দর্শককে চুপ করিয়ে দিতে চান। সেই কাজে সফলও হয়েছিলেন। কামিন্সের থেকে প্রেরণা নিচ্ছেন লরাও। তিনি বলেন, “আশা করি আমরা জিতব। তাতে নিশ্চয়ই গোটা মাঠ নিস্তব্ধ হয়ে যাবে।”

দেশের মাটিতে খেলার সুবাদে ভারতই বেশি চাপে থাকবে বলে মত লরার। তিনি বলেন, “গোটা মাঠ ভারতের পাশে থাকবে। তাই কঠিন ম্যাচ হতে চলেছে। আমাদের কাছে একটা দারুণ সুযোগ ঠিকই। তবে ভারতের কাছে বিরাট চাপের। গোটা দেশ ওদেরকেই বিজয়ী দেখতে চায়। প্রচুর মানুষ থাকবেন মাঠে। আমাদের দলের অনেকেই হয়তো এত মানুষের সামনে খেলেনি। এটা বাড়তি চাপ অবশ্যই।”

গ্রুপ পর্বে নাদিন ডি ক্লার্কের ইনিংসের সৌজন্যে ভারতকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ফাইনালের আগে সে সব মনে রাখতে চান না লরা। তাঁর কথায়, “লিগ ক্রিকেটের থেকে নকআউট সম্পূর্ণ আলাদা। নকআউটে কেউ কেউ বিশেষ ইনিংস খেলে দেয় সেটা জানি। আগের দিন জেমিকেই আপনারা দেখলেন। মনে হয় না গ্রুপের ম্যাচ নিয়ে ভাবার কিছু আছে। আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে এটাই আসল কথা। ভারত দল হিসাবে দুর্দান্ত। একটা ভাল ম্যাচ খেলে নামছে। তাই ওদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।”

অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড কেউ এ বার ফাইনালে ওঠেনি। নতুন চ্যাম্পিয়ন পাওয়া যাবে। মহিলাদের ক্রিকেটের জন্য এটা ভাল বলে মনে করেন লরা। তাঁর কথায়, “এতেই বোঝা যাচ্ছে মহিলাদের ক্রিকেট কতটা উন্নতি করছে। অনেক দেশ খেলতে আসছে। অনেক ভাল মানের ক্রিকেটার উঠে আসছে।”

ICC Women\'s ODI World Cup 2025 Jemimah Rodrigues Laura Wolvaardt DY Patil Stadium
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy