Advertisement
E-Paper

সুপার ওভারের নাটক নিয়ে সরব শ্রীলঙ্কার কোচ! নিয়ম বদলের দাবি তুললেন বিশ্বকাপ জয়ী জয়সূর্য

শ্রীলঙ্কার কোচ সনৎ জয়সূর্যের মতে, ক্রিকেটের কিছু নিয়ম যথেষ্ট স্বচ্ছ নয়। ফলে বিভ্রান্তি তৈরি হয়। অযথা বিতর্কও তৈরি হয়। তাঁর মতে, নিয়মগুলি আরও স্বচ্ছ্ব এবং সরল হওয়া দরকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৮
Picture of Sanath Jayasuriya

সনৎ জয়সূর্য। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারত-শ্রীলঙ্কা ম্যাচের সুপার ওভারের চতুর্থ বলে দাসুন শনাকা আউট হয়েও বেঁচে যান। ক্রিকেটের নিয়মই তাঁকে বাঁচিয়ে দেয়, যা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে বিষয়টি ব্যাখ্যা করে বোঝান আম্পায়ারেরা। শ্রীলঙ্কার কোচ সনৎ জয়সূর্যও মনে করেন, ক্রিকেটের নিয়মগুলি আরও স্বচ্ছ এবং সরল হওয়া প্রয়োজন। না হলে বিভ্রান্তি থাকবেই। অযথা বিতর্ক তৈরি হবে।

শনাকা কেন আউট নন, তা প্রথমে বুঝতে পারেননি সূর্যকুমারেরা। তার জন্য ভারতীয় দলকে অবশ্য দোষ দেননি জয়সূর্য। বিভ্রান্তির জন্য তিনি নিয়মের জটিলতাকেই দায়ী করেছেন। তিনি বলেছেন, প্রথম সিদ্ধান্ত গণ্য হয়, দ্বিতীয়টি নয়— এই ধরনের বিভ্রান্তি দূর করতে নিয়মের ফাঁকগুলির পর্যালোচনা এবং পরিমার্জন প্রয়োজন। শ্রীলঙ্কার কোচের বক্তব্য, ‘‘নিয়ম অনুযায়ীই পুরো ব্যাপারটা হয়েছে। শনাকার বিরুদ্ধে প্রথমে ক্যাচ আউটের আবেদন করা হয়েছিল। সেটাই বিবেচ্য হবে। তাই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। দ্বিতীয় আউটের আবেদনের সুযোগ নেই। সেটা বিবেচ্যও হয় না। ক্রিকেটের বেশ কিছু নিয়ম রয়েছে, যেগুলো খুব স্বচ্ছ নয়। সংশ্লিষ্টদের দেখা উচিত, বিষয়গুলি যেন সংশোধন করা হয়।’’

ঠিক কী ঘটেছিল? চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে ইয়র্কার করেন অর্শদীপ সিংহ। শনাকা বলে ব্যাট ছোঁয়াতে পারেননি। বল চলে যায় উইকেটরক্ষক সঞ্জু স‍্যামসনের হাতে। ক্যাচ আউটের আবেদন করেন অর্শদীপ। মাঠের আম্পায়ার আউট দেন। আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে শনাকারা রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন। তা-ই দেখে সঞ্জু আবার তাঁকে রান আউট করার চেষ্টা করেন। বল ছুড়ে উইকেট ভেঙেও দেন। হিসাবমতো ক্যাচ আউট না হলেও রান আউট হওয়ার কথা ছিল শনাকার।

এর পরই শুরু হয় নাটক। তৃতীয় আম্পায়ার জানান, শনাকা ক্যাচ আউট হননি। কারণ তাঁর ব্যাটে বল লাগেইনি। কিন্তু এর পর রানআউটও দেওয়া হয়নি শনাকাকে। তা নিয়ে প্রশ্ন তোলে ভারতীয় দল। ক্রিকেটের নিয়মের ২০.১.১.৩ নম্বর ধারা অনুযায়ী শনাকা অবশ্য আউট ছিলেন না। কারণ আম্পায়ার আউট দেওয়ার সঙ্গে সঙ্গে বল ডেড হয়ে যায়। আর ডেড বলে কোনও আউট হয় না। সেইমতো আম্পায়ার শনাকাকে ক্যাচ আউট দেওয়ার পরই বল ডেড হয়ে যায়। তাই এ ক্ষেত্রে রান আউট প্রযোজ্য নয়।

Asia Cup 2025 India vs Sri Lanka Rules Sanath Jayasuriya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy