Advertisement
১০ মে ২০২৪
Sunil Gavaskar

বিশ্বকাপের আগে রোহিতদের দলের কোন বোলারকে নিয়ে মাথায় হাত গাওস্করের

যে ভাবে একের পর এক ম্যাচে ডেথ ওভারে খারাপ বল করার জন্য ভারত হারছে, তা নিয়ে চিন্তায় গাওস্কর। বিশ্বকাপের আগে এই সমস্যার সমাধান না করলে দলকে ভুগতে হবে বলে মনে করেন তিনি।

ভারতের ডেথ বোলিং নিয়ে চিন্তায় সুনীল গাওস্কর।

ভারতের ডেথ বোলিং নিয়ে চিন্তায় সুনীল গাওস্কর। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৬:০১
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বোলিং নিয়ে চিন্তায় সুনীল গাওস্কর। বিশেষ করে রোহিত শর্মার দলের ডেথ বোলিং নিয়ে উদ্বেগে রয়েছেন তিনি। ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ বোলার যে ভাবে প্রতি ম্যাচে ১৯তম ওভারে এসে রান দিচ্ছেন, তা বিশ্বকাপের আগে ভারতীয় দলের গভীর চিন্তার কারণ বলে মনে করেন দেশের প্রাক্তন ক্রিকেটার।

মোহালিতে অস্ট্রেলিয়ার জিততে শেষ দু’ওভারে দরকার ছিল ১৮ রান। ১৯তম ওভারে বল করতে গিয়ে ১৬ রান দেন ভুবনেশ্বর। সেখানেই খেলা শেষ হয়ে যায়। কিন্তু মোহালিতে শিশিরের বিশেষ প্রভাব ছিল না বলে মনে করেন গাওস্কর। তিনি বলেন, ‘‘আমার মনে হয় না খুব একটা শিশির ছিল। বোলার বা ফিল্ডারদের তোয়ালে বার করতে দেখা যায়নি। তাই কোনও অজুহাত দেওয়া যাবে না। আমরা ভাল বল করতে পারিনি। ভুবনেশ্বর যে ভাবে একের পর এক ম্যাচে ১৯তম ওভারে খারাপ বল করছে, সেটা খুব চিন্তার।’’

ভুবনেশ্বরের মতো অভিজ্ঞ বোলার এ ভাবে রান দেওয়ায় বাকি বোলাররা আরও চাপে পড়ে যাচ্ছেন বলে মনে করেন গাওস্কর। তিনি বলেন, ‘‘এশিয়া কাপে পাকিস্তান, শ্রীলঙ্কা ও এ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯তম ওভার করল ভুবি। তিন ওভারে ৪৯ রান দিয়েছে। মানে প্রতি বলে তিন রান। এটা খুব চিন্তার। বাকিরাও চাপে পড়ে যাচ্ছে। সেই কারণে বড় রান করেও ম্যাচ জিততে পারছে না ভারত।’’

তবে যশপ্রীত বুমরা এলে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে বলে মনে করেন গাওস্কর। তিনি বলেন, ‘‘বুমরা দলে ফিরলে হয়তো ছবিটা বদলে যাবে। কিন্তু ও একাই তো সব কিছু করতে পারবে না। বাকিদেরও ওকে সাহায্য করতে হবে। বিশ্বকাপের আগে এই সমস্যার সমাধান করতে না পারলে ভুগতে হবে রোহিতদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE