Advertisement
২৫ এপ্রিল ২০২৪
T20 World Cup 2022

এ ভাবেও ফিল্ডিং করা যায়! অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড ম্যাচে চমকে গেল ক্রিকেটবিশ্ব

কেউ বল হাতে নজর কাড়েন। কেউ আবার ব্যাট হাতে ঝড় তোলেন। ফিল্ডিং করেও যে নজর কাড়া যায়, তা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখালেন আয়ারল্যান্ডের জোরে বোলার ম্যাকার্থি।

অনবদ্য ফিল্ডিং করে ছয় আটকে চোট পেলেন আয়ারল্যান্ডের ম্যাকার্থি।

অনবদ্য ফিল্ডিং করে ছয় আটকে চোট পেলেন আয়ারল্যান্ডের ম্যাকার্থি। ছবি: আইসিসি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ১৯:১৮
Share: Save:

অস্ট্রেলিয়ার কাছে ৪২ রানে হারলেও ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিলেন আয়ারল্যান্ডের ব্যারি ম্যাকার্থি। বাউন্ডারি লাইনে তাঁর অবিশ্বাস্য ফিল্ডিং উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। চর্চা হচ্ছে আয়ারল্যান্ডের জোরে বোলারকে নিয়েও।

অস্ট্রেলিয়ার ইনিংসের ১৪তম ওভারের দ্বিতীয় বলটি ফুল লেংথ স্লোয়ার করেন আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার। সে সময় ব্যাটার ছিলেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস। সহজ বল পেয়ে সপাটে ল‌ং অনে তুলে দেন স্টোইনিস। মাঠে উপস্থিত সকলেই ধরে নিয়েছিলেন নিশ্চিত ছয়। কিন্তু হাল ছাড়েননি ম্যাকার্থি। শেষ চেষ্টা করেন তিনি। বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে শরীর ছুড়ে দেন পিছনের দিকে। শূন্যে থাকা অবস্থাতেই বাউন্ডারি লাইনের বাইরে চলে যাওয়া বল ধরে ফেরত পাঠিয়ে দেন মাঠের ভিতরে থাকা সতীর্থের কাছে। তাতেই অস্ট্রেলিয়ার ৪ রান কমে গেল। হল না ছয়। দৌড়ে ২ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হল স্টোইনিসকে। তৃতীয় আম্পায়ারও জানিয়ে দেন, মাটিতে পড়ার আগেই হাত থেকে বড় ছেড়ে দেন ম্যাকার্থি। অর্থাৎ, ছয় নয়। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও হাততালি দিয়ে অভিনন্দন জানান আইরিশ জোরে বোলারকে। ম্যাকার্থির দুরন্ত ফিল্ডিংয়ের ভিডিয়ো ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে আইসিসি এবং বিশ্বকাপের আয়োজকরা।

শুধু ফিল্ডিং নয় বল হাতেও অস্ট্রেলিয়ার ব্যাটারদের সমস্যায় ফেললেন ম্যাকার্থি। অস্ট্রেলিয়ার প্রথম তিন ব্যাটারই তাঁর শিকার। ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ এবং মিচেল মার্শকে আউট করেন আইরিশ জোরে বোলার। ২৯ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি।

ইংল্যান্ডকে হারানোর পর থেকেই আত্মবিশ্বাসে ফুটছে আয়ারল্যান্ড। ফল নিয়ে না ভেবে সব ম্যাচেই নিজেদের সেরাটা দিতে চাইছেন অ্যান্ড্রু বলবির্নিরা। খাতায় কলমে অস্ট্রেলিয়ার থেকে অনেক দুর্বল হলেও সোমবার ব্রিসবেনে সাধ্য মতো লড়াই করলেন তাঁরা। যদিও অ্যারন ফিঞ্চদের হারাতে পারল না আয়ারল্যান্ড। ব্রিসবেনে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ১৩৭ রান শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। ৪২ রানে ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় বড় লাফ দিলেন অ্যারন ফিঞ্চরা। চতুর্থ স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এলেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE