Advertisement
১৩ নভেম্বর ২০২৪
T20 World Cup 2022

বিশ্বকাপের মাঝে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ক্রিকেটার! কী বলছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

শ্রীলঙ্কার এক ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাঁকে গ্রেফতার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। এই ঘটনায় মুখ খুলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কী বলছে তারা?

ধর্ষণের অভিযোগ গ্রেফতার হয়েছেন দানুষ্কা গুণতিলক।

ধর্ষণের অভিযোগ গ্রেফতার হয়েছেন দানুষ্কা গুণতিলক। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২২ ২০:৪৪
Share: Save:

বিশ্বকাপের মাঝে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার ক্রিকেটার দানুষ্কা গুণতিলকের উপর। তাঁকে গ্রেফতার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। দেশের ক্রিকেটার গ্রেফতার হওয়ার পরে মুখ খুলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। জানিয়েছে, তারা আলাদা করে তদন্ত করে দেখবে। গুণতিলক দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে তারা।

শ্রীলঙ্কা ক্রিকেট বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘আইসিসি আমাদের জানিয়েছে, এক মহিলাকে ধর্ষণের অভিযোগে আমাদের ক্রিকেটার গুণতিলককে গ্রেফতার করেছে সিডনি পুলিশ। গুণতিলককে সোমবার সিডনির আদালতে হাজির করানো হবে। ক্রিকেট শ্রীলঙ্কা বিষয়টির দিকে নজর রাখছে। আইসিসির সঙ্গেও যোগাযোগ রেখে চলা হচ্ছে। আশা করব যথাযথ তদন্ত হবে। অভিযুক্ত ক্রিকেটার সত্যিই অপরাধ করে থাকলে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।’’

ধর্ষণের অভিযোগে সিডনির হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে গুণতিলককে। তাঁকে ছাড়াই রবিবার সকালে দেশে ফেরার বিমান ধরেছেন দাসুন শনাকারা। গুণতিলক অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী বড় সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘একটি ডেটিং অ্যাপে যোগাযোগের পর ২৯ বছরের এক মহিলার সঙ্গে এক জন পুরুষ দেখা করেছিলেন। মহিলার অভিযোগ, গত ২ নভেম্বর বুধবার সন্ধ্যায় ওই ব্যক্তি তাঁকে যৌন নিগ্রহ করেছেন। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। পুলিশ বিভাগের অপরাধ বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছেন।’’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘প্রাথমিক তদন্তের পর এবং আরও তদন্তের জন্য ৩১ বছরের ওই ব্যক্তিকে সিডনির সাসেক্স স্ট্রিটের এক হোটেল থেকে রাত ১টার কিছু পরে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তিকে সিডনি সিটি থানায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে অনুমতি ছাড়াই সহবাসের অভিযোগ রয়েছে। যা এই ধরনের অপরাধের ক্ষেত্রে চতুর্থ পর্যায়ের। ধৃত শ্রীলঙ্কার নাগরিক। প্রাথমিক ভাবে অডিয়ো ভিডিয়ো ব্যবস্থায় তাঁর জামিনের আবেদন খারিজ করেছে আদালত।’’ সিডনি পুলিশের বিবৃতিতে অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়নি। সিডনির যে হোটেলে শ্রীলঙ্কা দল ছিল, সেই হোটেলে এই ঘটনা ঘটেনি। কাছেরই অন্য একটি হোটেলে ওই মহিলার সঙ্গে দেখা করতে গিয়ে ছিলেন শ্রীলঙ্কার ব্যাটার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE