Advertisement
১৮ এপ্রিল ২০২৪
T20 World Cup 2022

দেড় বছরেই রোহিতের ভরসার ক্রিকেটার, কী ভাবে বদলে গেলেন সূর্য? জানালেন তাঁর স্ত্রী

গত দেড় বছরে টি-টোয়েন্টিতে ভারতের সব থেকে ধারাবাহিক ক্রিকেটার সূর্যকুমার যাদব। কিন্তু চার বছর আগে সূর্য এমনটা ছিলেন না। তাঁর বদলে যাওয়ার পিছনের কারণ জানালেন তাঁর স্ত্রী।

ভারতীয় জার্সিতে ছন্দে সূর্যকুমার যাদব।

ভারতীয় জার্সিতে ছন্দে সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৭:০৪
Share: Save:

গত বছরই ভারতের টি-টোয়েন্টি দলে অভিষেক হয়েছে তাঁর। দেড় বছরের মধ্যে ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠেছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দে রয়েছেন তিনি। কিন্তু চার বছর আগেও নাকি সূর্য এমনটা ছিলেন না। গত চার বছরে বদলে গিয়েছেন তিনি। কী ভাবে? সে কথা জানালেন তাঁর স্ত্রী দেবীশা শেট্টি।

দেবীশার মতে, ২০১৮ সালের আইপিএল থেকে বদল এসেছে সূর্যর জীবনে। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘অল্প বয়সে জীবন উপভোগ করার দিকেই বেশি নজর ছিল সূর্যর। কেরিয়ার নিয়ে বেশি ভাবত না। কিন্তু ২০১৮ সালে মুম্বইয়ের হয়ে ভাল খেলার পরে ওর মানসিকতায় বদল এল। ভারতের হয়ে খেলা ওর একমাত্র ধ্যানজ্ঞান হয়ে দাঁড়ায়। আগে ও অল্পতেই মাথা গরম করত। কিন্তু এখন সব সময় ওর মাথা ঠান্ডা। নিজের উপর সূর্যর অনেক নিয়ন্ত্রণ এসেছে।’’

শুধু মানসিকতায় নয়, সূর্য এখন নিজের ফিটনেস নিয়েও খুব পরিশ্রম করেন বলে জানিয়েছেন দেবীশা। তাঁর খাদ্যাভ্যাসও পুরো বদলে গিয়েছে। দেবীশা বলেছেন, ‘‘আগে সূর্য জিমে যেত। শরীরচর্চা করত। কিন্তু নিজের ডায়েট নিয়ে বেশি ভাবত না। যখন যেটা মনে করত খেয়ে নিত। আইপিএলের আগে হয়তো খুব পরিশ্রম করল। কিন্তু সেটা ধরে রাখত না। এখন সেটা হয় না। এখন সারা বছর ওর খাদ্যাভ্যাস এক থাকে। সারা বছর পরিশ্রম করে। সূর্য জানে, ভারতীয় দলে খেলতে হলে শারীরিক ভাবে ওকে ফিট থাকতে হবে। সেটাই ও করছে।’’

২০২২ সালে ভারতের হয়ে এক ক্যালেন্ডার বছরে সব থেকে বেশি রান করেছেন সূর্য। ভেঙে ফেলেছেন শিখর ধাওয়ানের রেকর্ড। টি-টোয়েন্টি ক্রমতালিকায় বিশ্বের দু’নম্বর ব্যাটার তিনি। ছোট ফরম্যাটে তিনি ভারতের অন্যতম ভরসার জায়গা। বদলে যাওয়া সূর্যর উপরে বাজি ধরেছেন অধিনায়ক রোহিত শর্মাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE