Advertisement
০৪ মে ২০২৪
Madan Lal

রোহিতের ভারতকে নিয়ে আশাবাদী নন মদনলাল

মদনলালের মতে, ইনিংসের শুরুটা ভাল হওয়া অত্যন্ত জরুরি। প্রতিপক্ষ বিচার করে প্রথম একাদশ বেছে নেওয়া দরকার। সব ম্যাচে একই প্রথম একাদশ কার্যকর নাও হতে পারে।

রোহিতকে দায়িত্ব নেওয়ার বার্তা দিলেন মদনলাল।

রোহিতকে দায়িত্ব নেওয়ার বার্তা দিলেন মদনলাল। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২২ ২৩:১২
Share: Save:

পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির দুরন্ত পারফরম্যান্সের পরও আশা দেখছেন না মদনলাল। প্রাক্তন ক্রিকেটারের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের পক্ষে ভাল কিছু করা কঠিন হতে পারে।

১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য বলেছেন, এক জন ক্রিকেটার ভাল খেললেই হবে না। দলের সকলকে ভাল খেলতে হবে ভাল কিছু করতে হলে। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও কিছুই আগে থেকে ধরে নেওয়া সম্ভব নয়। মদনলাল বলেছেন, ‘‘কোহলির ইনিংসটা অসাধারণ। এমন ইনিংস আমি আগে দেখিনি। কিন্তু কোহলি সব ম্যাচ জেতাবে ধরে নিলে ভুল হবে। এত বড় প্রতিযোগিতা কোনও এক জনের পক্ষে জেতানো কঠিন।’’

মদনলালের আশা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি আরও রান করবেন। তিনি বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার উইকেট কোহলির খেলার সঙ্গে মানানসই। বড় মাঠের সুবিধা কাজে লাগিয়ে এক, দুই বা তিন রান নেয়। ফিল্ডিংয়ের ফাঁক কাজে লাগায়। মাঝে মাঝে বড় শটও নেয় সুযোগ মতো। মানসিক ভাবে কোহলি খুব শক্তিশালী। বিশ্বকাপে ওর সফল হওয়ার সম্ভাবনা যথেষ্টই।’’

কোহলির প্রশংসা করলেও ভারতীয় দলের অধিনায়ক এবং সহ-অধিনায়কের খেলায় খুশি নন মদনলাল। তিনি বলেছেন, ‘‘রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকেও ভাল খেলতে হবে। ইনিংসের শুরুটা ভাল হওয়া ভীষণ দরকার। দলের সকলকে নিশ্চিত করতে হবে, তারা নিজের সেরাটাই মাঠে দিচ্ছে। প্রতিটি ম্যাচেই নিজের সেরা দিতে হবে ক্রিকেটারদের।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের শুরুটা ভারতের দারুণ হলেও রোহিতদের সতর্ক করে দিয়েছেন তিনি। মদনলাল বলেছেন, ‘‘প্রতিযোগিতা সবে শুরু হয়েছে। এখনও অনেক কাজ বাকি। নেদারল্যান্ডসের মতো দলকেও হালকা ভাবে নেওয়া ঠিক হবে না। যে কোনও দিন যে কোনও দল জিততে পারে টি-টোয়েন্টি ক্রিকেটে। এক মাত্র চ্যাম্পিয়ন হওয়ার পরেই বলা যেতে পারে, কাজ শেষ হল।’’ প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বুঝে প্রথম একাদশ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন মদনলাল। পরামর্শ দিয়ে বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার উইকেটে বোলিং আক্রমণে ভারসাম্য বজায় রাখা জরুরি। জোরে বোলার এবং স্পিনারদের সঠিক ভাবে বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। সব ম্যাচে একই প্রথম একাদশ কার্যকর নাও হতে পারে।’’

ভারতের প্রথম একাদশে দীনেশ কার্তিকের সঙ্গে ঋষভ পন্থকে দেখতে চান ৭১ বছরের প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে, পন্থ ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। পাঁচটা ম্যাচ খেললে দু’টো ম্যাচ জিতিয়ে দিতে পারে ব্যাট হাতে। কার্তিককে দেখতে চান ফিনিশারের ভূমিকায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেভারিট হিসাবে কোনও একটি দলকে বেছে নিতে রাজি নন মদনলাল। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ডকেও রাখছেন দাবিদার হিসাবে। তাঁর মতে খেতাবের দৌড়ে থাকতে পারে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। প্রতিযোগিতার কালো ঘোড়া হিসাবে বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE